1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : রেজাউল করিম বাদশা » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ০৫ নভেম্বর ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় পরিবেশ অধিদপ্তরের অভিযান হাজার কেজি পলিথিন জব্দ এক সপ্তাহের মধ্যে বাতিল হচ্ছে সাইবার নিরাপত্তা আইন : নাহিদ ইসলাম জাতীয় গ্রিডে যুক্ত হলো ৮ মিলিয়ন ঘনফুট গ্যাস রয়েল এনফিল্ড ২৫০ সিসির বাইক মিলবে ১ লাখ টাকায় সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ভাগনে গণপিটুনিতে নিহত পাবনায় পেয়ারা গাছের সাথে শক্রতা, ১০ লাখ টাকা ক্ষতি  মহাদেবপুরে বাড়ী ঘরে হামলা ভাংচুর ও লুটপাটের অভিযোগ দিনাজপুরের বিরামপুরে ট্রাকের ধাক্কায় নিহত-২ সলঙ্গায় ভ্রাম্যমান আদালতে জরিমানা সাঁথিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৩টি দোকানে জরিমানা জয়পুরহাটে সাংবাদিকদের সাথে নবাগত ডিসির মতবিনিময় সভা অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা উল্লাপাড়ায় ১ কেজি আলু বীজ ৬০ টাকা, বেশী চাহিদা ‘রোমানা’র বগুড়ায় তিন ইউপি চেয়ারম্যানসহ সাত আ’লীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে চোরচক্রের ৩ সদস্যসহ ছিনতাইকারী অটো উদ্ধার

অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : রেজাউল করিম বাদশা

শেরপুর,বগুড়া প্রতিনিধি:-
  • মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে : রেজাউল করিম বাদশা
print news

সুষ্ঠু নির্বাচনের জন্য দেশের মানুষ ১৭ বছর ধরে অপেক্ষা করছে। তাই অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বগুড়া জেলা বিএনপি’র সভাপতি রেজাউল করিম বাদশা

আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে বগুড়ার শেরপুর উপজেলার শেরপুর শহিদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে উপজেলা বিএনপি আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাদশা বলেন, দীর্ঘ ১৫ বছর ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে বিএনপি রাজপথে থেকে আন্দোলন করেছে। এই সময়ে দলের হাজার হাজার নেতা কর্মী হামলা মামলার শিকার হয়েছেন। শত শত নেতাকর্মী হত্যা ও গুম হয়েছে। এরই পথ ধরেই ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মাধ্যমে হাসিনার পতন হয়েছে।

Screenshot 2 160

তিনি বলেন, হাসিনা দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনো সক্রিয় আছে। তাদের প্রত্যেকটি অপকর্মের বিচার না করতে পারলে গণ-অভ্যুত্থানের আকাঙ্খা পূরণ হবে না। কিন্তু, অন্তর্বর্তীকালীন সরকার অহেতুক বিতর্ক সৃষ্টি করে গণতন্ত্রের অগ্রযাত্রা বিলম্বিত করছে।

তিনি আরও বলেন, বিএনপি একটি বৃহৎ গণতান্ত্রিক দল। কিন্তু আমাদের বিরুদ্ধে দেশী বিদেশি চক্রান্ত আরও সক্রিয় হয়েছে। জনগণকে সাথে নিয়ে সকল ষড়যন্ত্র মোকাবেলা করা হবে। অবিলম্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন দেশ নায়ক তারেক রহমানকে দ্রুত দেশে ফেরত নিয়ে আসার ব্যবস্থা করার জন্য সরকারের প্রতি দাবি জানান।

গত ১৭ বছর আওয়ামী লীগ জনগণের পাশে ছিল না: আমিনুল হকগত ১৭ বছর আওয়ামী লীগ জনগণের পাশে ছিল না: আমিনুল হক
শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টুর সঞ্চালনায় এ কর্মী সম্মেলনে আরোও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, বগুড়া ৫ ও ৬ আসনের সাবেক সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজ, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মোশাররফ হোসেন প্রমুখ।

দলের নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: যুবদল সভাপতিদলের নির্দেশনা না মানলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা: যুবদল সভাপতি জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা গোলাম মোহাম্মদ সিরাজ বলেন, ফ্যাসিস্ট স্বৈরাচার দেশ থেকে পালিয়েছে। তার দোসররা বিভিন্নরূপে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। ফ্যাসিস্ট শাসনামলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হাজার হাজার মামলা হয়েছে, হামলা হয়েছে। তাদের যথার্থ মূল্যায়ন করা হবে। আওয়ামী সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

দেশ-জাতি ও জিয়া পরিবার এবং বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews