স্পোর্টস ডেস্কঃ- এবারের আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে প্রথম ম্যাচেই ৪ উইকেট নেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। এরপর আজ গুজরাট টাইটান্সের বিপক্ষে নামেন দ্বিতীয় ম্যাচে। আজ শুরুতে খরুচে ওভার করলেও শেষ ঠিকই দুর্দান্ত কামব্যাক করেন এই পেসার।
আজ ঘরের মাঠে গুজরাটের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে জিতেছে চেন্নাই। আগে ব্যাটিং করে ২০৬ রান করে তারা। জবাবে ১৪৮ রানে থামে গুজরাটের ইনিংস।
আজ প্রথম দুই ওভারে ফিজ খরচ করেন ২৩ রান। প্রথম ওভারে ১০ আর দ্বিতীয় ওভারে ১৩। এরপর তৃতীয় ওভার করতে এসে দ্বিতীয় বলেই রাশিদ খানকে ফিরিয়ে প্রথম উইকেটের দেখা পান মোস্তাফিজ। ওই ওভারে খরচ করেন মাত্র ১ রান।
এরপর নিজের শেষ ওভারে ৭ রান খরচায় তুলে নেন রাহুল তেওয়াতিয়ার উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ৩০ রান খরচায় নেন ২ উইকেট। দুই ম্যাচ শেষে ফিজের শিকার ৬ উইকেট।
চলতি আইপিএলে ফিজই এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারি। ফলে সর্বোচ্চ উইকেট শিকারিদের ক্যাপ ‘পারপল ক্যাপ’ এখন তার মাথাতেই শোভা পাচ্ছে।