রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় পিকা প্রদান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। “পিপিআর রোগের টিকা দিন,ছাগল ও ভেড়া সুস্থ্য রাখুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার আহসানগঞ্জ ইউনিয়নের ঘোষপাড়া বাজার এলাকায় বিনামূল্যে ২য় ডোজ টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবু আনাছ,যুবউন্নয়ন অফিসার এস.এম নাসির উদ্দিন,মহিলা বিষয়ক কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন,ইউপি সদস্য আঃ করিম প্রামাণিক উপস্থিত ছিলেন।প্রাণিসম্পদ কর্মকর্তা জানান,এবছর উপজেলায় মোট ২লক্ষ দুই হাজার ছাগল-ভেড়াকে টিকা প্রদান করা হবে। এই কর্মসূচি ১অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত চালু থাকবে বলে জানান তিনি।