আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আফরোজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সেনা বাহিনী ক্যাপ্টেন সাকলাইন, কৃষি অফিসার মিঠু চন্দ্র অধিকারী, উপজেলা বিএনপি’র সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল মহিত তালুকদার, উপজেলা জামায়াতে ইসলামের সাবেক আমীর আতোয়ার হোসেন, থানার উপ-পরিদর্শক ফেরদৌস হোসেন, সান্তাহার রেলওয়ে থানার উপ-পরিদর্শক নরেশ চন্দ্র, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু হাসান, ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মিহির কুমার সরকার, সাংবাদিক হারেজুজ্জামানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।