আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ প্রচন্ড শীতকে উপেক্ষা করে বগুড়ার আদমদীঘিতে আসন্ন
জাতীয় নির্বাচনের জমজমাট প্রচারণা চলছে ভোটের। প্রার্থীরা প্রতিদিন ভোর হতে গভীর রাত
পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে নিজের প্রতিকে ভোট প্রার্থনা করছে। কোন কোন প্রার্থী
গ্রামে গ্রামে উঠোন বৈঠক করছেন। ভোটের মাঠে প্রার্থীরা যার যার মতো করে ভোটারদের
কাছে গিয়ে নানা প্রতিশ্রæতি দিয়ে ভোট চাচ্ছেন নিজ প্রতিকে।
গসসংযোগের পাশাপাশি চলছে অবিরাম মাইকং। দুপুরের পর থেকে রাত পর্যন্ত মাইকং চলছে
প্রার্থীদের। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেও নিজেদের পক্ষে ভোটের
প্রচারণা চালাচ্ছেন বগুড়া-৩ আসনের আদমদীঘি উপজেলায় প্রার্থীরা। এই প্রার্থীদের মধ্যে
আছে জাতীয় পার্টির, অনান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা। শান্তিপূর্ণ পরিবেশ থাকলে উৎসবমুখর
নির্বাচন হবে বলে মনে করেনে প্রার্থীরা। শহরে ও গ্রামে প্রার্থীদের সাদাকালো পোাষ্টারে
ছেয়ে গেছে। আদমদীঘির বিভিন্ন স্থানে অসংখ্য ছোট ছোট নির্বাচনী প্রচারণা টেন্ট
বা প্রচারণা কেন্দ্র তৈরি করে দিয়েছেন প্রার্থীরা। সর্মথকরা সেখানে সকাল থেকে গভীর রাত
পর্যন্ত প্রার্থীর পক্ষে নানা প্রচার প্রচারণা চালাচ্ছেন।
বগুড়া-৩ আসনে উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টির প্রার্থী এ্যাড.নূরুল ইসলাম।
তিনি পর পার দুবার এই আসনে নির্বাচিত এমপি। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন
করছেন আদমদীঘি উপজেলার সদ্য পদত্যাগকারী ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম
খানের পুত্র খান মোহাম্মদ সাইফুল্লাহ মেহিদি (বাধন)। আরেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে
নির্বাচন করছেন উপজেলা আ.লীগ নেতা অজয় সরকার। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে
এই তিন প্রার্থীর মধ্যে এখানে শক্ত প্রতিদ্বিন্দি হবে।
বগুড়া-৩ আসনে এবারে আদমদীঘি উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৬৮ হাজার ৮৮ জন। এর
মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৮৪ হাজার ১৭২ জন ও মহিলা ভোটার ৮৩ হাজার ৯৬০ জন। বগুড়া-৩
আসনে মোট প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৬৪ জন। সহকারী
প্রেজাইডিং হিসেবে দায়িত্ব পালন করবেন ৭৬৬ ৮ন। মোট ভোট সেন্টারের সংখ্য ৬০টি।
আদমদীঘি উপজেলা থানার ওসি রাজেশ কুমার চক্রবর্তি জানান, গতবারে অভিজ্ঞতা হিসেবে
এবারেও আমরা কিছু আসন ঝুকিপূর্ণ হিনেবে চিহ্রিত করেছি। এমনিতে উপজেলার
নির্বাচনী পরিবেশ মোটামুটি ভাল ।