আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার আদমদীঘির ছাতিয়ানগ্রাম
ইউপির অন্তাহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি বহুতল ভবন
নির্মাণে অনিয়মের অভিযোগ এনে স্বযং ঐ স্কুল কর্তৃপক্ষ উপজেলা
এলজিইডি প্রকৌশল বিভাগে অভিযোগ করেছেন। ¯’ানীয় সরকার
প্ধসঢ়;্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ১ কোটি ১৬ লাখ ৫৮ হাজার ২৯৯
টাকা ব্যয়ে কাজটি মোঃ সোহেল নামে একটি ঠিকাদারী প্রতিষ্ঠান
কাজটি করছেন। গত বছর ৫ নভেম্বর উপজেলার অন্তাহার সরবারি প্রাথমিক
বিদ্যালয়ের তিন তলা ভবন নির্মাণের ভিত্তি প্র¯’র ¯’াপন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা হোসেন জানান, ভবনটি
নির্মাণে ঢালাইয়ে অতিরিক্ত বালু, ময়লা যুক্ত পাথর, নি¤œমানের বালু
ব্যবহার করা হয়েছে। তা ছাড়া ১ নং ইট ব্যবহারের কথা থাকলেও ঐ
ঠিকাদার ২ ও ৩ নম্বর ইট ব্যবহার করছে নির্মাণ কাজে। তা ছাড়া তারা
ঢালইয়ের কাজ করে রাতে। আরো অনেক অনিয়মের অভিযোগ আছে ঐ
ঠিকাদারের বিরুদ্ধে। এ বিষয়ে কথা বলতে ঐ কাজের ঠিকাদার মোঃ
সোহেলকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেন নি।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা জানান, ঐ স্কুলের
কাজের অনিয়মের অভিযোগ পেয়েছি। আমরা এটি নিয়ে কাজ করছি।
ঠিকাদারকে দরপত্ত অনুসারে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।