২২ গজের ব্যস্ততা ফেলে ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
তবে ঈদের দিনেও বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি। ঈদের নামাজ পড়তে গিয়ে ভক্তদের থেকে দুয়ো শুনেছেন সাকিব।
ঈদের দিনে নিউইয়র্কের জ্যামাইকাতে নামাজ আদায় করতে যান সাবেক এই টাইগার অধিনায়ক। ওই সময় তার সঙ্গে সেলফি তুলতে যান ভক্তরা। সেই সময় ভক্তকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠে। পরবর্তীতে মোনাজাত না করেই ফিরে যাওয়ার চেষ্টা করেন সাকিব।
সে সময় সাকিবকে ঘিরে ‘ভুয়া, ভুয়া’ বলে স্লোগানও দেন উপস্থিত জনতা। এ সময় দ্রুত স্থান ত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।