1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
আশুলিয়ার টঙ্গাবাড়িতে শ্রমিক হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।  » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৯:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইসরায়েলের প্রশ্নে ইরান ‘দ্বিধা’ করবে না : খামেনি ভিজিডি কার্ডের ১৮ মাস চাল না দেওয়ার অভিযোগ ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় গংগাচড়া বেতগাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর শাখা অফিস উদ্বোধন  শেখ হাসিনার কীভাবে প্রায় অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে : টাইম ম্যাগাজিন বেনাপোলে রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ ইসলামিক ফাউণ্ডেশনের নামে বসে বেতন নিচ্ছেন শিক্ষক, নেই কোন নজরদারি  আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দুইটি হুইল চেয়ার উপহার  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ১৫১ আলেমের বিবৃতি শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত

আশুলিয়ার টঙ্গাবাড়িতে শ্রমিক হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। 

নিয়ামুল ইসলাম আকিব
  • মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৭ বার পঠিত
আশুলিয়ার টঙ্গাবাড়িতে শ্রমিক হত্যার প্রতিবাদে ছাত্র ইউনিয়ন বগুড়া জেলার বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত।
print news

আশুলিয়ার টঙ্গাবাড়িতে শ্রমিক হত্যার প্রতিবাদে আজ সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বগুড়া জেলা সংসদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি জেলা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সাতমাথায় এসে শেষ হয়।

মিছিল শেষে সংগঠনের জেলা সভাপতি ছাব্বির আহম্মেদ রাজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বায়েজিদ রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা সংসদের সাংগঠনিক সম্পাদক জয় ভৌমিক, কোষাধ্যক্ষ শাওন শওকত, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক আফ্রিক হাসান প্রান্ত, ছাত্রনেতা রাকিব, সুজন কুমার, মাহবুব, তৌফিক প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, “ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী স্বৈরাচারী সরকার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে, শ্রমিকরাও সেটির অংশীদার। পোশাক শ্রমিকরাও এই আন্দোলনে ছাত্র-জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে নেমে আন্দোলনে শক্তি যুগিয়েছিল। গতকাল আশুলিয়ার টঙ্গাবাড়িতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের শাথে সশস্ত্র বাহিনীর সংঘর্ষে  কাওসার হোসেন নামক একজন নিহত হয়েছেন। ৫ জন গুলিবিদ্ধসহ প্রায় ৩০ জন শ্রমিক আহত হয়েছে। শ্রমিকদের উপর হামলা, মারণাস্ত্রের ব্যবহার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

বক্তারা আরো বলএন, “পতিত ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকারের আমলে যেভাবে পাখির মতো গুলি করে ছাত্র-শ্রমিক জনতাকে হত্যা করা হয়েছে, এখনও তা চলছে। বকেয়া মজুরি দাবি করে যৌথ বাহিনীর গুলিতে প্রাণ হারাতে গণঅভ্যুত্থান হয়নি। এই হত্যাকান্ডের দায় অন্তর্বতীকালীন সরকারকে নিতে হবে।”

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে আশুলিয়ার শ্রমিক হত্যাকাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন, দায়ীদের বিচারের আওতায় নিয়ে আসা, আহতদের সুচিকিৎসা, নিহতের পরিবার ও আহতদের যথাযথ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। এছাড়া আশুলিয়াসহ সকল শিল্প এলাকায় দ্রুত আলোচনার মাধ্যমে শ্রমিক অসন্তোষ নিরসনের দাবি জানান বক্তারা।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews