মোস্তাফিজুর রহমান বদরগঞ্জ রংপুর প্রতিনিধিঃ– রংপুরের বদরগঞ্জে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ অক্টোবর) দুপুর ১২ টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) মোছা. মলিহা খানুম, সাবেক ট্রাস্টি,সাবেক সংসদ সদস্য ও উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী, সাবেক সংসদ সদস্য, মোহাম্মদ আলী সরকার, উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোশফিকুর রহমান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা, বদরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু হাসান কবির, দামোদরপুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বদরগঞ্জ উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক বাপ্পি সরকার সহ পূজার উদযাপন কমিটির সকল সদস্যরা।
আইন-শৃঙ্খলা সভায় সাবেক সংসদ সদস্য, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক পরিতোষ চক্রবর্তী বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় নির্বিঘ্নে ও সুন্দরভাবে উদযাপনের জন্য উপজেলা বিএনপির সর্বোচ্চ সহযোগিতা থাকবে।বদরগঞ্জে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা। কোনো ভাবে বদরগঞ্জে দুর্গাপূজা উপলক্ষে অরাজকতা সৃষ্টি করতে দিব না। এতে পূজার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি মণ্ডপে পুলিশের পাশাপাশি বিএনপির নেতাকর্মীর একটি টিম থাকবে বলে জানিয়েছেন।