লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি- কাজিপুর উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজীর পক্ষে উপজেলার চালিতাডাঙ্গা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের আওয়ামীলীগের নেতাকর্মীদের নির্বাচনী প্রচারণা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার ভানোডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিকেলে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়, ‘এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান সিরাজী। এ সময় উপস্থিত নেতাকর্মীরা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান চেয়ারম্যান কে পুনরায় বিপুল ভোটে বিজয়ী করতে নেতাকর্মীরা ব্যাপক প্রচারণা চালায়। এ সময় বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উত্তম কুমার ঘোষ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনামুলহক রাজু, ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক সাব্বির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল কুমার ভৌমিক প্রমুখ।