মুক্তার হোসেন গোদাগাড়ীঃরাজশাহীর গোদাগাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সকে রাসেল ভাইপার সাপের প্রতিষোধক ভ্যাকসিন প্রদান করেছেন উপজেলা চেয়ারম্যান। মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদে চেয়ারম্যান চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল আনুষ্ঠানিকভাবে রাসেল ভাইপারের এন্টিভেনম হস্তাহন্তর করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ আলী মাজরুই রহমান,উপজেলা প্রকৌশলী মুনসুর রহমান,উপজেলা প্রেসক্লাব সভাপতি আলমগীর কবির তোতা,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার অশোক কুমার চৌধুরী। উপজেলা পরিষদ চেয়ারম্যান বেলাল উদ্দীন সোহেল তার নিজস্ব অর্থায়নে রাসেল ভাইপার সাপের ১০০ এন্টিভেনম সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে প্রদান করে। এর আগে স্বাস্থ্য কমপ্লেক্সকে রাসেল ভাইপার সাপের প্রতিষেধক ভ্যাকসিন ছিল না। পদ্মা নদীর তীরবর্তী গোদাগাড়ী উপজেলায় রাসেল ভাইপার সাপের উপদ্রব বেশি।