গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে চকময়রাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়, ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয় ও সোফিয়া পাইলট উচ্চ বিদ্যালয়সহ ধামইরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা পর্যায়ে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১ জানুয়ারি) বেলা ১১ টায় ধামইরহাট সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয় চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে বই বিতরণ উৎসব উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী।
উপজেলা শিক্ষা অফিস সময়ের আলোকে জানান, প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী নতুন বছরে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়ার জন্য উপজেলার ৩৬টি মাধ্যমিক বিদ্যালয়, ২৪টি মাদরাসা, ২টি ভোকেশনালও স্বতন্ত্র এবতেদায়ী ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ২৩৫৭৪০টি বই ও প্রাথমিক বিদ্যালয়ে ১১২টি, শিশু কল্যাণ ১টি ও ২৭টি কেজি স্কুল ২০৬৪০ সেট প্রাক থেকে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিনামুল্যে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উদ্বোধন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার রবিউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ্ আল মামুন, ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা একাডেমীক, সুপারভাইজার কাজল কুমার সরকার ধামইরহাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাবিহা ইয়াছমিন, ধামইরহাট মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মাহমুদা আক্তার প্রমুখ।