উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা :সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষি বিভাগ থেকে পুষ্টি প্রযুক্তি ৫টি গ্রাম গড়তে উদ্যোগ নিয়ে বিনামূল্যে নানা
সহায়তা দেওয়া হচ্ছে। গ্রামের দশ জন কৃষক মিলে একেকটি দল গঠন করা হয়েছে। এরই মধ্যে বিনামূল্যে নানা
ফল গাছের বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি অফিস থেকে জানানো হয় উপজেলার ৫টি ইউনিয়নের ৫টি গ্রামে পুষ্টি প্রযুক্তি প্রকল্প
বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পে গ্রামের দশজন কৃষক নিয়ে দল গঠন করা হয়েছে। এদের
একজনকে করা হয়েছে দল প্রধান।
গ্রাম পাচটি ও দলের সমন্বয়করা হলেন, সলঙ্গার চক চৌবিলা গ্রামের শাহ
আলম, পূর্ণিমাগাতী ইউনিয়নের মধুপুরের আঃ মমিন, হাটিকুমরুল ইউনিয়নের রাণীনগরের আমির হোসেন, বড়হর
ইউনিয়নের পাগলার এস এম আলিমউদ্দীন ও সদর উল্লাপাড়া ইউনিয়নের মাগুড়াডাঙ্গার জহুরুল ইসলাম।
প্রতিটি দলে সমন্বয়সহ ১০ জন কৃষক আছেন। উপজেলা কৃষি অফিস থেকে এরই মধ্যে আম, মালটা, লেবু, কুল ও
পেয়ারা মিলে পাচ ধরণের একশোটি করে চারা ও নানা উপকরণ বিনামূল্যে দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকতা সূবর্ণা ইয়াসমিন সূমী বলেন আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে রাজশাহী কৃষি
উন্নয়ন প্রকল্পে প্রাথমিকভাবে পাচটি গ্রামে পুষ্টি প্রযুক্তির বাস্তবায়নে উদ্যোগ নিয়ে বিনামূল্যে সব
সহায়তা দেওয়া হয়েছে।