হাফিজুর রহমান হাফিজ, উল্লাপাড়া সংবাদদাতা : সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলোচিত ব্যাটারী চালিত মিশুক চালক আব্দুল হাই বাচ্চু হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দুই আসামীর বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে সিরাজগঞ্জের উল্লাপাড়া আমলী আদালতে শুনানী শেষে বিজ্ঞ বিচারক উল্লাপাড়া উপজেলার বড়হর ইউনিয়নের পূর্বদেলুয়া গ্রামের সোহরাব আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩৫) ও পূর্বদেলুয়া মধ্যপাড়ার মৃত ধীরেন্দ্র মিস্ত্রির ছেলে মংলা মিস্ত্রি (৫০) এর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড মঞ্জুরের আদেশ দেন। নিহত আব্দুল হাই বাচ্চু (৩৮) উপজেলার বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া চান্দুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে।
মামলার তদন্তকারি কর্মকর্তা উল্লাপাড়া থানার পরিদর্শক (তদন্ত) নিয়ামুল হক জানান, গ্রেপ্তার হওয়া দুই আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। শুনানী শেষে বিচারক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও জানান, ১৩ অক্টোবর রাতে আব্দুল হাই বাচ্চুকে গলায় গামছা পেচিয়ে ও দুই হাত রশি দিয়ে বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মৃতদেহ উপজেলার মধুপুর কবরস্থান সংলগ্ন একটি ডোবায় ফেলে রাখে হত্যাকারীরা। রাতেই ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। এরপর ওই রাতেই অভিযান চালিয়ে উপজেলার পুর্বদেলুয়া এলাকা থেকে ছিনতাই হওয়া ব্যাটারী চালিত মিশুক উদ্ধার এবং ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে পুলিশ। এ ঘটনায় নিহতের স্ত্রী সাজেদা খাতুন উল্লাপাড়া মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী উল্লেখ করে মামলা দায়ের করে।