লিমন খান : কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ ঝুটপল্লী্খ্যাত সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার শিমুলদাইড় বাজার বণিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন জমে উঠেছে। ভোট গ্রহণের বাকি মাত্র একদিন। আগামী ১ অক্টোবর (মঙ্গলবার) ব্যবসায়িরা তাদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচিত করবেন। পার্থীদের পোস্টারে ছেয়ে গেছে পুরো বাজার এলাকা।
সরেজমিন ঘুরে দেখা গেছে, প্রার্থীদের নিজ নিজ মার্কা সংবলিত পোস্টার –ব্যানার শোভা পাচ্ছে বাজারের সর্বত্র।চলছে শেষ মুহূর্তের প্রচারণা ও হিসেব-নিকেষ। বাজারের অলিগলি এখন প্রার্থীদের পদচারণায় মুখর। প্রার্থীদের সমর্থনে গভীর রাত পর্যন্ত প্রচারণা চলছে। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে হাতে লিফলেট দিয়ে ভোট প্রার্থণা করছেন । চায়ের দোকান ও হোটেলগুলোতে শুধু ভোটের আলোচনা চলছে।
ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, উৎসবের ভোটের প্রতীক্ষায় আছেন তারা। দীর্ঘ ৯ বছর পর নির্বাচন হওয়ায় প্রার্থী ও ভোটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। ভেটারগণ জানান, ব্যবসায়িদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে যারা নিরলসভাবে কাজ করার প্রতিশ্রুতি দিচ্ছেন তারাই ভোটে নির্বাচিত হবেন।
বোটের জন্যে গঠিত নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, গত ২৭ আগস্টে পুরাতন কমিটি ভেঙে দিয়ে একই দিন তফসিল ঘোষণা করা হয়। ১০ ও ১১ সেপ্টেম্বর মনোনয়পত্র সংগ্রহের পর ১৫ সেপ্টেম্বর জমা দেন প্রার্থীরা। ১৮ সেপ্টেম্বর প্রার্থীতা বাছাই শেষে ২০ সেপ্টেম্বর প্রতীক বরাদ্দ দেয়া হয়। প্রচারণা শেষে আগামি ১ অক্টোবর বাজারের মুক্তি মার্কেটে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
এবারের নির্বাচনে পাঁচটি পদে মোট ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি পদে তিন জন, সাধারণ সম্পাদক পদে দুই জন, কোষাধ্যক্ষ পদে দুই জন, সাংগঠনিক সম্পাদক পদে চার জন ও প্রচার সম্পাদক পদে দুই জন। মোট ভোটার ৩০২ জন।
বাজারের রাইসমিল ব্যবসায়ী ইসানুল হক শাহিন বলেন, যারা ব্যবসায়ীদের উন্নয়নে কাজ করবে আমরা তাদেরই ভোট দেবো। এমন কথাই জানিয়েছেন সাধারণ ভোটারগণ।
প্রধান নির্বাচন কমিশনার ইউসুফ উদ্দিন মাস্টার বলেন, নির্বাচনকে ঘিরে উৎসব বিরাজ করছে। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের সহযোগিতা চেয়েছি।