শুরুতেই মুমিনুলের বিদায়
দিনের শুরুতেই ড্রেসিং রুমের পথ ধরলেন মুমিনুল হক। তৃতীয় ওভারে রবিচন্দ্রন অশ্বিনের লেগ স্টাম্পের অনেক বাইরের বল সুইপ করতে গিয়ে লেগ স্লিপে ক্যাচ দিলেন অভিজ্ঞ ব্যাটসম্যান।
আরেক বাঁহাতি ব্যাটসম্যান সাদমান ইসলামের জন্য স্লিপ ও গালিতে ফিল্ডার রেখেছিলেন রোহিত শার্মা। প্রথম ইনিংসে সুইপে অনেক রান করায়, মুমিনুলের জন্য আনেন লেগ স্লিপ। দ্রুতই পেয়ে গেলেন সাফল্য।
৮ বলে ২ রান করেন মুমিনুল। নতুন ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত।
১৪ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৩৬ রান। ভারতের চেয়ে ১৬ রানে পিছিয়ে তারা। ৪৯ বলে ১৬ রানে অপরাজিত সাদমান ইসলাম।
কঠিন চ্যালেঞ্জে বাংলাদেশ
বৃষ্টিতে ভেসে গেছে দুই দিনের বেশি। প্রথম চার দিন মিলিয়ে খেলা হয়েছে মোটে ১২০ ওভার। তবু ম্যাচ জেতার জোর সম্ভাবনা জাগিয়ে তুলেছে ভারত। শেষ দিনে তাই কঠিন পরীক্ষার সামনে বাংলাদেশ।
কানপুর টেস্টের চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে বাংলাদেশ। দিনের শেষভাগে দ্বিতীয়বার ব্যাটিংয়ে নেমে ১১ ওভারে ২ উইকেটে ২৬ রান করে তারা। ড্রেসিং রুমে ফেরেন জাকির হাসান ও হাসান মাহমুদ।
সাদমান ইসলাম ৪০ বলে ৭ ও মুমিনুল হক ২ বলে ০ রানে শেষ দিনের খেলা শুরু করবেন।
সব কিছু ঠিক থাকলে অন্তত ৯৮ ওভার খেলা হবে মঙ্গলবার। বাংলাদেশকে দ্রুত অলআউট করে ম্যাচ জেতার লক্ষ্যে নামবে ভারত। আর স্বাগতিকদের পরিকল্পনা নস্যাৎ করে দ্বিতীয় ইনিংসে বড় রান করার চ্যালেঞ্জই জিততে হবে বাংলাদেশকে।
সংক্ষিপ্ত স্কোর (চতুর্থ দিন শেষে):
বাংলাদেশ ১ম ইনিংস: ২৩৩
ভারত ১ম ইনিংস: ২৮৫/৯ ডিক্লে.
বাংলাদেশ ২য় ইনিংস: ১১ ওভারে ২৬/২ (সাদমান ৭, জাকির ১০, হাসান ৪, মুমিনুল ০; বুমরাহ ৩-১-৩-০, অশ্বিন ৫-২-১৪-২, আকাশ ৩-২-৪-০)