নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় কাভার্ডভ্যানচাপায় ব্যাটারিচালিত অটোরিকশা আরোহী দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৫ জুলাই) দুপুর ১টার দিকে বগাদিয়া উত্তর পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগাদিয়া গ্রামের রাশেদ মিয়ার বাড়ির বসির আহমেদের ছেলে মো. ইয়াছিন (১৮) ও বিউটি আক্তার (৩০)। বিউটি আক্তার ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জানা যায়, সোনাইমুড়ীর একটি হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তারা। সোনাইমুড়ী-বেগমগঞ্জ ফোরলেন সড়কের বগাদিয়া উত্তর পোল এলাকায় রাস্তার পার হতে গেলে অটোরিকশার পেছন দিক থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যানটি। এ সময় গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে কাভার্ডভ্যান ও অটোরিকশাচালক পলাতক রয়েছেন। কাভার্ডভ্যান ও অটোরিকশা উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ।
নিহতদের মা ছেমনা বেগম বলেন, আমার এক ছেলে ও এক মেয়ে ছিল। আজ দুইজনকে হারিয়ে আমি একা হয়ে গেছি।
চন্দ্রগঞ্জ থানা হাইওয়ে ওসি রুহুল আমিন বলেন, আমরা ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যান ও অটোরিকশা উদ্ধার করেছি। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।