জয়পুরহাট প্রতিনিধি : ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফায় অনুষ্ঠিত জয়পুরহাটের কালাই উপজেলায় মিনফুজুর রহমান মিলন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
কালাই উপজেলায় মোটরসাইকেল প্রতীকের মিনফুজুর রহমান মিলন ৪২ হাজার ২৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী তৌফিকুল ইসলাম তালুকদার বেলাল আনারস প্রতীক পেয়েছেন ৩০,৯৪৩ ভোট।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে গোলাম মোস্তফা (উড়োজাহাজ) এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মিস মেরী হাঁস প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।