বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার কাহালু উপজেলায় বাংলাদেশ ছাত্রলীগের ৭৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা ছাত্রলীগের আয়োজনে কেক কর্তন, র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৌগির আহম্মেদ রিতু। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আল হাসিবুল হাসান সুরুজ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইমরান হোসেন, নাজিবুল হক নাজির, যুগ্ন সাধারণ সম্পাদক রাব্বি হাসান, সাব্বির রহমান, সাংগঠনিক সম্পাদক বাইজিদ, ছাত্রনেতা মিনার, নওসাদ, ইমন, রাব্বি, কাহালু সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি গোলাম আজম সুমন, সহসভাপতি ইরশাদুল হক ও হাবিবুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ন আহম্মেদ উচ্ছাস।