কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ কুখ্যাত মাদক কারবারি শামছুল’কে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন।
পুলিশ সুত্রে জানাগেছে কুড়িগ্রামের নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম শনিবার ৩০ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার রামখানা ইউনিয়নের পশ্চিম রামখানা নাখরাজ গ্রামের কুখ্যাত মাদক কারবারি মোঃ শামছুল হক (৫৫) এর নিজ বাড়ি থেকে ৪৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে গ্রেফতার করে।
এবিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, গ্রেফতারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নাগেশ্বরী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হবে।