মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ কুড়িগ্রাম-২ আসনটি (কুড়িগ্রাম সদর-ফুলবাড়ী-রাজারহাট) উপজেলায় অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর অংশগ্রহণে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা শেষ মূহুর্তে বেশ জাঁকজমক হয়ে উটেছে। এবারে শক্তিশালী দুই প্রার্থী হচ্ছেন জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আমেদ (লাঙল মার্কা) ও অপরজন আওয়ামী লীগের স্বতন্ত্রপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ডাঃ হামিদুল হক খন্দকার (ট্রাক মার্কা)।
এ আসনে নৌকা প্রার্থীকে প্রত্যাহার করা কুড়িগ্রাম জেলা আওয়ামীলীগের নেতাকর্মীরা দুই ভাগে বিভক্ত হয়ে কোমর বেধে নেমেছে নিবার্চনী মাঠে। নিবার্চনী আসনে এক পান্ত থেকে অন্য পান্তে চষে বেড়াচ্ছেন তারা। জেলা আওয়ামীলীগের সভাপতি মো. জাফর আলী স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ হামিদুল হক খন্দকারের পক্ষে সভাসমাবেশ চালিয়ে যাচ্ছে ভোটাদের মাঝেও একই ভাবে লাঙ্গল প্রার্থী মোঃ পনির উদ্দিন আহমেদ এর পক্ষে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মনজু। নিজেদের দলের প্রতীক না থাকলে কুড়িগ্রামের রাজনৈতিক মর্যাদার লড়াই ধরে রাখার জন্য প্রকাশ্যে ভোটের হাওয়ায় ভাসছেন জেলার শীর্ষ এ দুই নেতা। তাদের প্রভাবে ছড়িয়ে পড়েছে ফুলবাড়ী ও রাজারহাট উপজেলায়। ফলে দেখা দিয়েছে লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে দ্বি-মুখী লড়াই। প্রার্থীদের ইমেজের চেয়ে বেড়েছে নেতাকর্মীদের ইমেজ। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে ফুলবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আহম্মদ আলী পোদ্দার রতন ট্রাকের সক্রিয় কর্মী হিসাবে মাঠে কাজ করছিল। গত সোমবার লাঙ্গলের নিবার্চনী পথ সভায় জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদ আমান উদ্দিন আহাম্মেদ মনজুর মঞ্চে যোগ দিয়েছেন তিনি। ওই সভায় লাঙ্গলের পক্ষে কাজ করার ঘোষানাও দেন। এ নিয়ে চলছে নানান জল্পনা কল্পনা।
জাতীয় সংসদ নিবার্চনে কুড়িগ্রাম-২ আসনটি এবারও জাতীয় পার্টিকে ছেড়ে দিয়েছে আওয়ামী লীগ। তবে নৌকার প্রার্থীকে প্রত্যাহার করা হলেও এ আসনে লাঙ্গলের জয় নিয়ে সংখ্যায় আছে। প্রর্থী। দ্বিমুখী লড়াইয়ের মুখোমুখি হতে হবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য বর্তমান এমপি পনির আহম্মদকে। এ আসনে আরো রয়েছেন ঈগল প্রতীকে নাজমুল হুদা ও কাঁচি প্রতীকে আবু সুফিয়ান ,ওয়ার্কার্স পার্টির আবদুল কুদ্দুস হাতুড়ি, এনপিপির আবদুস ছালাম আম বাংলাদেশ কংগ্রেসের মকবুল হোসেন ডাব প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে স্থানীয়দের মতে, লাঙ্গলকে ধাক্কা দিতে প্রস্তুত হয়েছে ট্রাক। কুড়িগ্রাম-২ আসনটি ফুলবাড়ী -রাজারহাট ও কুড়িগ্রাম সদর নিয়ে গঠিত। একটি পৌরসভাসহ ২০ টি ইউনিয়নে এ আসনে মোট ভোটার রয়েছে ৫ লাখ ৬৭ হাজার ২০২জন। এর মধ্যে পুরুষ ২লাখ ৮০ হাজার ৭৩৬জন ও নারী ২লাখ ৮৬ হাজার ৪৬৩ জন এবং হিজড়া তিনজন। বিগত নিবার্চনে লাঙ্গলের বিপরীত তেমন কোন ভোটের মাঠে শক্ত প্রতিদ্বন্দ্বী না থাকলেও এবারে বাগে বসেছে শক্তিশালি স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার। সে কারনে ভোটের মাঠে লাঙ্গলের জয়লাভ অতটা সহজ হবে না বলেই মনে করছেন স্থানীয় বিশ্লেষকরা।
ফুলবাড়ী উপজেলা জাসদের সাধারন সম্পাদক আব্দুল আজিজ বাবলু বলেন ভোটের মাঠে লড়াই হওয়ার কথা সাধারন ভোটারদেরকে নিয়ে কিন্তু এখন দেখছি নেতাদের টানাটানির হিড়িক। নেতারা কোন দলে যোগ দেবন তা নিয়ে ভোটারদের মাঝে কোন প্রভাব পরবে না। তার পড়েও সহজে লাঙ্গল পার পাবে না এবার।
বর্তমান এমপি পনির আহম্মদ বলেন, ‘আমি এমপি থাকাকালে এলাকায় যে উন্নয়ন হয়েছে তা আর কখনও হয়নি। তাই এবার জনগণ লাঙ্গল মার্কায় ভোট দিয়ে আবার আমাকে নির্বাচিত করবেন বলে দৃঢ় বিশ্বাস আমার।
স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ হামিদুল হক খন্দকার বলেন, ‘বর্তমান এমপি এলাকার উন্নয়নে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন। গত পাঁচ বছরে জনগন তাকে কাছে পায়নি। তাই জনবিচ্ছিন্ন এমপিকে এবার প্রত্যাখ্যান করবে জনগণ। আমি নির্বাচিত হলে ফুলবাড়ী ,রাজারহাট ও কুড়িগ্রাম সদর উপজেলার প্রতিটি ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করব।’
সচেতন নাগরিক কমিটির (সনাক) কুড়িগ্রাম জেলার আহসান হাবিব নিলু জানান, জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ জাফর আলী স্বতন্ত্র প্রার্থী ডাঃ মোঃ হামিদুল হক খন্দকারের পক্ষে সভাসমাবেশ করছেন এবং সাধারন সম্পাদক আমান উদ্দিন আহম্মেদ মনজু লাঙ্গলের প্রার্থী মোঃ পনির উদ্দিন আহমেদ এর পক্ষে নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন। ফলে আওযামীলীগর মধ্যে ভোট যুদ্ধ লেগেছে। মাঠ ধরে রাখার জন্য দুই পক্ষেই মর্যাদার লড়াই চলছে। শেষ পর্যন্ত এ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে।