গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে উপজেলার তালিকা ভুক্ত শিশুদের মাঝে কেক কেটে জন্মদিন ও উপহার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৩ মে) বেলা এগারোটার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৪৫ জন শিশুর জন্মদিন উদযাপন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওয়ার্ল্ডভিশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ডেনিস তপ্ন।
ওয়ার্ল্ডভিশন সূত্রে জানা গেছে, উপজেলার নির্বাচিত মোট ১৪৫ জন শিশুদের মধ্য থেকে ৪৫ জন শিশুর জন্মদিন উপলক্ষে একটি স্কুল ব্যাগ, একটি বিছানার চাদর, দুইটি বালিশ কভার, একটি মশারী, একটি মেরিল মিল্ক সাবান, একটি হ্যান্ড ওয়াশ, বল শাবান একটি, কাপড় ধোয়ার পাউডার একটি ও নাস্তা বিতরণ করা হয়েছে। বাকি শিশুদের পর্যায়ক্রমে জন্ম উৎস পালনসহ এসব বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার, মুকুল বৈরাগী, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, শারমিন আক্তার সুরভী, স্পন্সরশিপ ও শিশু সুরক্ষা অফিসার প্রদীপ হাসদা প্রমুখ।