হারুন অর রশিদ,সুন্দরগঞ্জ গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) রাতে সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজ মাঠে এ গণসংবর্ধনার আয়োজন করা হয়। গণসংবর্ধনার আয়োজন করে উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশন।
এতে সভাপতিত্ব করেন সুন্দরগঞ্জ উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের আইন বিষয়ক সম্পাদক ও গণসংবর্ধনা বাস্তবায়ন কমিটির সভাপতি মো. মাসুদ রানা। এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফরুজা বারী।
উপজেলা মেম্বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন- সুন্দরগঞ্জ ডিড রাইটার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম এ হাবীব সরকার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দহবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রেজাউল আলম সরকার রেজা, বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলাম, সোনারায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ফরিদা পারভীন, বামনডাঙ্গা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মো. রানু মিয়া প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত এমপি প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার সাগরকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।