1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
গাইবান্ধা-১, নারী হিসেবে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নিগার » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
ফুলবাড়ীতে ক্ষুদ্রঋণের ব্যবহার ওদক্ষতা উন্নয়নে সেমিনার বদরগঞ্জে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও পথসভা  বগুড়ার আদমদীঘিতে দুই বীর মুক্তিযোদ্ধার ইন্তেকাল গোদাগাড়ীতে বাল্যবিবাহ প্রতিরোধে করণীয় বিষয়ক সেমিনারছবি জয়পুরহাটে পূর্ণ দিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে শিক্ষকরা ফুলবাড়ীতে মাদ্রাসা সুপারের পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত পাঁচবিবিতে কৃষকের কলাগাছ কেটে ফেলার অভিযোগ সাঁথিয়ায় অজ্ঞাত ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার বগুড়ার শেরপুরে চোর সন্দেহে গণপিটুনিতে এক যুবক নিহত লালমনিরহাটে সড়কের পাশে পড়েছিলো বৃদ্ধের নিথর মরদেহ! গাইবান্ধা সাদুল্লাপুর হতে ২৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২   রাজশাহীতে বেতনের দাবিতে  কারখানার শ্রমিকদের বিক্ষোভ পেট্রাপোলে সোনার বারসহ ভারতীয় ট্রাক চালক আটক মুরগি ও ডিম মিলছে না সরকার নির্ধারিত দামে ৯-২ গোলের বিশাল জয়ে ইতিহাস গড়লো বায়ার্ন

গাইবান্ধা-১, নারী হিসেবে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নিগার

এম এ মাসুদ,গাইবান্ধাঃ-
  • বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ১৬৭ বার পঠিত
গাইবান্ধা-১, নারী হিসেবে ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী নিগার
print news

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:  ভোটের আর বাকী আছে মাত্র দু’দিন। শুক্রবার সকাল ৮টায় শেষ হবে প্রার্থীদের প্রচার-প্রচারণা। তাই শেষ মূহুর্তের প্রচারণায় প্রার্থীরা যে যার মতো করে ছুটছেন সুন্দরগঞ্জের বিভিন্ন প্রান্তে। ঘুরছেন মানুষের দ্বারে দ্বারে, করছেন জনসংযোগ ও পথসভা এবং চাইছেন ভোট। পিছিয়ে নেই ঢেঁকি প্রতীক নিয়ে নির্বাচনী লড়াইয়ে নামা স্বতন্ত্র প্রার্থী  ইঞ্জিনিয়ার নাহিদ নিগার সাগরও। যিনি উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সাবেক সদস্য এবং প্রস্তাবিত কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদকের পাশাপাশি প্রয়াত সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের ভাগ্নি এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বিশিষ্ট শিল্পপতি আফরুজা বারীর মেয়ে। স্বতন্ত্র হয়ে নির্বাচনে অংশ নিলেও পুনরুদ্ধার করতে চাইছেন ৬ বছর আগে আওয়ামী লীগের হাতছাড়া হয়ে যাওয়া আসনটি।

উপজেলার শহর, বন্দর ও গ্রামের ছোট ছোট টিস্টলগুলোতে চলছে ঢেঁকি, লাঙ্গল ও মশাল প্রতীকের প্রার্থীদের নিয়ে আলোচনা। আর নির্বাচনে একেবারেই নতুন মুখ হিসেবে অংশ নিয়ে নির্বাচনী উত্তাপে ঘি ঢেলে দিয়েছেন নিগার। তাক লাগিয়ে দিয়েছেন সবাইকে। 

IMG 20240104 WA0007 1

জানা গেছে, এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বারী। পরে জাতীয় পার্টির সাথে সমঝোতা হলে কেন্দ্রীয় নির্দেশে মনোনয়ন প্রত্যাহার করে নেন তিনি। কিন্তু মা মনোনয়ন প্রত্যাহার করলেও নির্বাচন থেকে সরে যাননি প্রকৌশলী নাহিদ নিগার সাগর। নির্বাচনে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুসারে এবারের নির্বাচনে স্বতন্ত্র হিসেবে অংশ নিতে পারবেন দলীয় যে কেউ। নেওয়া হবে না কোনো সাংগঠনিক ব্যবস্থা। আওয়ামী লীগের এমন সবুজ সংকেতে মওকা পেয়ে যান তিনি। 

উপজেলার এক প্রান্ত থেকে অপর প্রান্তে মা আফরুজা বারী এবং স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে জনসংযোগ করছেন নিগার। আর এতে বেশ চাঙা হয়ে উঠেছেন আওয়ামী লীগকে ভালোবাসেন এমন ভোটাররা। বিভিন্ন পথসভায় ভোটারদের উপস্থিতি দেখে তেমনটাই মিলছে আভাস। 

”নৌকা প্রতীক না থাকলেও আওয়ামী লীগেরই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নৌকার যে ভোট ব্যাংক রয়েছে তাতেই নির্বাচনে উতরে যেতে পারেন নাহিদ নিগার.” এমনটাই আশা করছেন নিগারের কর্মী ও সমর্থকরা। 

সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিগার বলেন, শুরু থেকেই আমি মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। শেষ মূহুর্তে সেই সাড়াটা আরো বেশি পাচ্ছি। যেখানেই যাচ্ছি নারীরা আমাকে জড়িয়ে ধরছেন, মাথা এবং গায়ে হাত বুলিয়ে দোয়া করছেন। ভোটারদের ভালোবাসায় আমি আপ্লুত। ৭ জানুয়ারি ভোট দিতে তারা মুখিয়ে আছেন।

তবে শেষ হাসি কে হাসবেন? ঢেঁকি, লাঙ্গল না কি মশালের প্রার্থী তা জানতে অপেক্ষা করতে হবে ৭ জানুয়ারি রাত অবদি। 

প্রসঙ্গত, এ আসনটির ১১৪টি কেন্দ্রের ৮৪৬টি ভোট কক্ষে (স্থায়ী ও অস্থায়ী) ভোট দিবেন ৩ লাখ ৯৩ হাজার ৪৪ জন ভোটার। এরমধ্যে ১ জন তৃতীয় লিঙ্গেরসহ ১ লাখ ৯৯ হাজার ৯২ জন নারী এবং ১ লাখ ৯৩ হাজার ৯৫১ জন পুরুষ ভোটার। 

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews