গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বটগাছের ডাল ও পাতা কাটতে নিষেধ করায় দুর্বৃত্তের হামলায় মুদি ব্যবসায়ী আবু বক্করসহ (৫০) তিনজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
আহতরা হলেন, ধামইরহাট উপজেলার জাহানপুর ইউনিয়নের নানাইচ এলাকার মৃত গোমেজ উদ্দিনের ছেলে আবু বক্কর, তার ছেলে পলাশ ও তার স্ত্রী পান্না।
সোমবার (২ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী আবু বক্কর সিদ্দিক ধামইরহাট থানার ওসি বরাবর শহিদুল ইসলাম ও তার স্ত্রী আকলিমা বেগমের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার জাহানপুর ইউনিয়নের মোজাফফরপাড়া এলাকার বাসিন্দা জফির উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম ও তার স্ত্রী আকলিমা বেগম প্রায় সময় জোরপূর্বক বটগাছের ডাল ও পাতা কাটতো। রবিবার বিকেলে আবারও বটগাছের ডাল ও পাতা কাটতে বাধা দিলে তারা আবু বক্করকে দোকান থেকে টেনে হিঁচড়ে বের করে এনে কিল ঘুসি মারতে থাকে।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, এসময় ভুক্তভোগী আবু বক্করকে রক্ষা করতে এগিয়ে এলে ধারালো অস্ত্র হাঁসুয়ার আঘাতে ছেলে পলাশের মাথাসহ ডান হাত কেটে রক্তাক্ত অবস্থায় গুরুতর জখম করা হয়। খবর পেয়ে পলাশের স্ত্রী পান্না এগিয়ে এলে তাকেও একই কায়দায় মারধর করা হয়। এ সময় প্রতিবেশীরা আহতদের উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য ভর্তি করে।
পরবর্তীতে দুর্বৃত্তরা আরো বড় ধরনের ক্ষতি করবে বলে ভয়-ভীতি হুমকি প্রদর্শন করায় নির্ঘুম রাত কাটছে তাদের।
ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, “এ বিষয়ে এখনো কোনো অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হবে