গাবতলী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার গাবতলীতে আগুনে পুড়ে এক বৃদ্ধ মহিলা, তিনটি গরু দুটি পরিবারের ঘরবাড়ি আসবাবপত্র ভূস্মিভূত হয়েছে।
মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের সুবাদ বাজারের দক্ষিণ পাশে কলাকোপা মন্ডলপাড়া গ্রামে।
ঘটনাস্থান পরিদর্শন ও আর্থিক অনুদান এবং কম্বল, শুখনো খাবার বিতরণ করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা।
স্থানীয়রা জানান, মন্ডল পাড়া গ্রামের মৃত -সমিরুদ্দিন ফকিরের ছেলে মোস্তাফিজুর রহমান এবং ছাত্তার ফকিরের ছেলে লাল মিয়া ১৯ফেব্রুয়ারি সোমবার দিবাগত রাতে খাওয়া-দাওয়া শেষে ঘুমিয়ে পড়ে। রাত অনুমান সাড়ে বারোটার সময় একটি বৈদ্যুতিক বাল্ব বার্স্ট হয়ে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনটি চারদিকে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলতে থাকে। মুহূর্তের মধ্যেই ঘর বাড়ি আসবাবপত্র, এক বৃদ্ধ মহিলা, দুটি পরিবারে ৩টি গরু আগুনে পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে পুড়ে অনেক কিছুই শেষ হয়ে গেছে। পরিবার দুটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে। নেই খাবার নেই বাসস্থান। অসহায় হয়ে চাতক পাখির মতো চেয়ে আছে প্রশাসন এবং বিত্তশালীদের দিকে। সাহায্য সহযোগিতা চেয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। আগুনে পুড়ে ছাই হয়েছে বৃদ্ধ কাবাসি বেগম (৭৫) মোস্তাফিজুর রহমান ফকিরের শাশুড়ি।