গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ জাতীয় শিক্ষা সপ্তাহ ও সৃজনশীল মেধা অন্বেষণ
প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার বগুড়ার গাবতলী উপজেলা মাধ্যমিক শিক্ষা
অফিসের আয়োজনে পুরস্কার বিতরণ ও সনদপত্র বিতরণী অনুষ্ঠান উপজেলা পরিষদ হলরুমে
অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও নুসরাত জাহান বন্যা।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম।
উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানম ও অধ্যক্ষ রেজাউল বারীর পরিচালনায় এতে
বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক একেএম
পান্না। এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও
শিক্ষার্থীগণ।
শেষে বিভিন্ন ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ
করেন অতিথিবৃন্দ। উপজেলা সৃজনশীল মেধা অন্বেষণে ১৩জন শিক্ষার্থী নগদ ২হাজার
টাকা ও সনদপত্র পুরস্কার পেয়েছেন এবং জাতীয় শিক্ষা সপ্তাহে মোট ৬৪জন পুরস্কার গ্রহণ
করেন। এরমধ্যে ৩টি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান, ৩জন শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, ৩জন শ্রেষ্ঠ
শ্রেণী শিক্ষক এবং বিভিন্ন প্রতিযোগিতায় ৫৫জন পুরস্কার প্রাপ্ত হন। শ্রেষ্ঠ
প্রতিষ্ঠানগুলো হলো সৈয়দ আহম্মদ কলেজ, পাইলট উচ্চ বিদ্যালয় ও কাগইল ন্যায়েব উল্ল্যা
আলিম মাদ্রাসা। শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান সৈয়দ আহম্মদ কলেজের অধ্যক্ষ মোঃ
সাইদুজ্জামান, রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইবনে রেজা মামুনুর রশিদ ও
কাগইল ন্যায়েব উল্ল্যা আলিম মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল মজিদ। শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক
সৈয়দ আহম্মদ কলেজের ড. সাইফা সাদেকীন, পাইলট উচ্চ বিদ্যালয়ের রুহুল আমিন ও
গাবতলী আলিম মাদ্রাসার আনিছার রহমান।