গাবতলী (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার গাবতলী দূর্গাহাটায় জমি
জমা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের মারপিটে ৫ জন গুরুতর
আহত হয়েছে। আহতরা গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
চিকিৎসাধীন রয়েছেন। অভিযোগ সূত্রে জানা গেছে উপজেলার
দূর্গাহাটা ইউনিয়নের ভান্ডারা গ্রামের আব্দুস সাত্তার ফকিরের
বসতবাড়ীর জায়গা নিয়ে প্রতিপক্ষ সমতা বেওয়া, মোস্তা শাহ ও
মজিদ শাহ দিং এর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে
আসছিল।
এরই জের ধরে গত ১লা সেপ্টেম্বর সকাল ৯ঘটিকার সময়
বাদী খলিলুর রহমান নিজ বসতবাড়ী হতে বাজার যাওয়ার উদ্দেশ্যে
বাড়ী থেকে বের হলে প্রতিপক্ষ পথরোধ করে অকথ্য ভাষায়
গালিগালাজ করতে থাকে। বাদী কারণ জানতে চাইলে বিবাদী দলবল
নিয়ে বাদীর উপর চড়াও হয় ও মারপিট করতে থাকে। বাদীর চিৎকারে
দুই ছোট ভাই এগিয়ে আসলে তাদেরকেও ধারালো অস্ত্র
লাঠিসোটা দিয়ে বেধরক মারপিক করে গুরুতর আহত করে। আহতরা
হলেন আবুল কালাম (৩০), আব্দুস সালেক ফকির (৬০)।
পরে স্থানীয়রাআহদের উদ্ধার করে স্থানীয় গাবতলী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি
করে। উল্লেখিত বিষয়ে খলিলুর রহমান বাদী হয়ে একই গ্রামের
সমতা বেওয়া, মোস্তা শাহ, আব্দুল মজিদ শাহ, এরশাদ শাহ, মামুন
শাহ, মোমিন শাহ ও এনামুল শাহ নাম উল্লেখ করে ৫/৬ জন অজ্ঞাত
করে গাবতলী থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। এ
বিষয়ে গাবতলী মডেল থানার এসআই রুবায়েত হোসেন এর
সাথে যোগাযোগ করা হলে অভিযোগটি হাতে পেয়ে তদন্ত
করেছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।