মোঃ নাফিউল ইসলাম গোবিন্দগঞ্জ গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে তলিয়ে আবু বক্কর ও হোসাইন মিয়া নামে সাত বছরের দুই শিশুর মৃত্যুর খবর গেছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দরবস্ত ইউনিয়নের সাতানা বালুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, মৃত আবু বক্কর ওই গ্রামের বুলু মিয়ার পুত্র এবং হোসাইন ফুলবাড়ী ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের বুলু মিয়ার পুত্র। হোসাইনের বাবা-মা গাজীপুরের একটি পোশাক কারখানায় চাকুরী করায় তাকে সাতানা বালুয়া গ্রামে তার নানা আবু হানিফের বাড়ীতে রাখা হয়েছিল।
পারিবারিক সুত্রে জানা গেছে, দুপরে বাড়ীর পাশের করতোয়া নদীর বন্যার পানিতে সাথীদের সাথে গোসল করতে নেমে আবু বক্কর ও হোসাইন নিখোঁজ হয়। পরে স্বজনরা পানিতে অনেক খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার এসআই জহুরুল ইসলাম বলেন, পরিবারের দাবীর প্রেক্ষিতে গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতে সুরতহাল শেষে লাশ দু’টি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।