গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে জামাই-শ্বশুর নিহত হয়েছেন। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে বিষয়টি মোবাইল ফোনে নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম।
এরআগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০ টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের বকচর নামক এলাকায় মহাসড়কের লেন পরিবর্তনের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শ্বশুর জাহিদুল ইসলাম (৪০) ও তার জামাই শামীম মণ্ডল (২৫)। জাহিদুল ইসলাম উপজেলার গোবিন্দনগর গ্রামের রমজান আলীর ছেলে। এছাড়া তার জামাই শামীম মণ্ডলের বাড়ি পার্শ্ববর্তী কোমরপুর গ্রামে। শ্বশুর জাহিদুল ইসলাম মোটরসাইকেল চালাচ্ছিলেন।
স্থানীয়দের বরাতে হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, রাতে জাহিদুল ইসলাম তার জামাই শামীমসহ মোটরসাইকেল যোগে গোবিন্দগঞ্জের দিকে আসছিলেন। পথে বকচর এলাকায় পৌঁছালে মহাসড়কের লেন পরিবর্তনের সময় হঠাৎ করে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে মোটরসাইকেলসহ দুজনেই মহাসড়কের ওপর ছিটকে পড়ে গুরুতর হয়।
পরে স্থানীয়দের খবরে তাৎক্ষণিক ঘটনাস্থলের নিকটতম ফায়ার সার্ভিস ও পুলিশ তাদেরকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাতেই নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।