ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে পুকুরে ডুবে রায়হান নামে ১১ মাস বয়সী এক শিশুর
মৃত্যু হয়েছে।বাড়ির উঠানে খেলা করার সময় পাশে পুকুরে ডুবে তার মৃত্যু হয়।
রবিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলার পালশা ইউনিয়নের
ওমরপুর গ্রামে এ মৃ্ত্যুর ঘটনা ঘটে।নিহত রায়হান ওমরপুর গ্রামের
মেহেদী হাসানের ছেলে।
শিশুটির মা জানান, রবিবার সকালে তিনি বাড়ির উঠানে চুলা তৈরি করছিলেন।
সে সময় পাশেই খেলা করছিল তার শিশু সন্তান রায়হান । এ সময় বাড়ির
সামনে থাকা পুকুরের পানিতে পড়ে যায় শিশু রায়হান। খোঁজাখুঁজি পর পুকুরের
পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান তিনি। পরে নিজেই রায়হানের মৃত দেহ
পুকুরের পানি থেকে উদ্ধার করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, বাড়ির
পাশে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো
হয়েছিল। তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।