মোঃ সিফাত রানা -“গাছ আমাদের প্রকৃত বন্ধু, তাই বেশি করে গাছ লাগান পরিবেশ বাঁচান, এই প্রত্যয় নিয়েই
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার চৌডালা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক ও চৌডালা জোহুর আহম্মেদ মিঞা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান এবং সদস্য সচিব ও মেরিন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ক্যাপ্টেন শাহ আলম এর নেতৃত্বে এ বৃক্ষরোপন অভিযান করা হয়েছে।
মঙ্গলবার(২ জুলাই) সকালে চৌডালা ইউনিয়নের চৌডালা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে,গুজর ঘাট, চৌডালা জোহুর আহম্মেদ মিঞা কলেজ এবং ক্যাপ্টেন চত্বর, চৌডালা থেকে নরশিয়া বাজার রাস্তার দুই পাশে অ্যালামনাই এসোসিয়েশনের সকল সদস্যগণের উপস্থিতিতে বৃক্ষরোপণ অভিযান সফলভাবে সম্পন্ন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব,চৌডালা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশাবুল হক,আব্দুল বারী মাষ্টার, তরিকুল মাষ্টার, প্রভাষক নাসির উদ্দিন,সমাজসেবক তাজামুল হক, গোলাম মোস্তফা,শরীরচর্চা শিক্ষিকা রুলিয়ারা খাতুন, বজলুর রহমান, মোস্তাকিম, ইউ.পি সদস্য সুলেখা খাতুন, আনারুল হক, তোজাম্মেল হক চুটু, আব্দুস সালাম, হাবিল বিশ্বাস, আবু সুফিয়ান, রুবেল আহম্মেদ, জুয়েল আলী, সুমন রেজা, সাকিম আহমেদ, শ্রী রতন, শ্রী সনাতনসহ চৌডালা দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ের আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসোসিশনের আহ্বায়ক কামরুজ্জামান বলেন
এই অ্যাসোসিয়েশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও কল্যাণমূলক প্রতিষ্ঠান এবং সকল শিক্ষার্থীদের মাঝে সৌহার্দ ও ভ্রাতৃত্বের বন্ধন সৃষ্টি করা।
এসোসিশনের সদস্য সচিব জনাব ক্যাপ্টেন মোঃ শাহ আলম বলেন ১টি গাছ কাটার পূর্বেই ৩ টি গাছ রোপন করতে হবে এই স্লোগান নিয়ে ভবিষ্যতে এরকম বৃক্ষরোপণ অভিযান প্রক্রিয়া অব্যাহত থাকবে এবং প্রাক্তন শিক্ষার্থীদের সহযোগীতায় এই এসোসিয়েশন সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে বিভিন্ন সমাজিক কল্যাণমূলক ও মানব হিতৈষীকর কাজ চলমান থাকবে মর্মে অভিমত ব্যক্ত করেন।
চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মুঃ গোলাম কিবরিয়া হাবিব বলেন আমি চৌডালা ইউনিয়ন পরিষদ এর একজন চেয়ারম্যান হিসেবে বৃক্ষরোপণ সহ যেকোনো ধরনের সামাজিক কাজে সর্বাত্মক সহযোগিতা করব।
চৌডালা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক জনাব মোঃ আশাবুল হক বলেন চৌডালা দ্বিমূখী উচ্চ বিদ্যালয় অ্যালামনাই এসোসিয়েশন এর সকল সামাজিক কর্মকান্ডকে ত্বরান্বিত করার জন্য আমার অংশগ্রহণসহ সকল ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।