1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
চাটমোহরে ধানের ফলনে হাসি, শ্রমিক সঙ্কট চরমে » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
সর্বশেষ :
উত্তপ্ত ভারতের মণিপুর, বন্ধ ইন্টারনেট সেবা ড. ইউনূসের নেতৃত্বে অর্থনৈতিক পরিষদ গঠন বেনাপোলে কৃতি সন্তান সংবর্ধিত ফুটবলার রাহুল শেরপুরে জমি নিয়ে দ্বন্দ : দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ৯ নওগাঁয় বিএনপি’র ত্রাণ তহবিলে সাড়ে ৩ লক্ষ টাকা জমা দিলেন সাবেক এমপি শামসুজ্জোহা হিলি সীমান্তে ব্যাবসায়ীদের দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত পাবনার হান্ডিয়াল পশ্চিমপাড়া মন্দিরের প্রতিমা ভাঙচুরের অভিযোগ  কুড়িগ্রামের ফুলবাড়ী কৃষি অধিদপ্তরের আয়োজন অনুষ্ঠান পাঁচবিবিতে বাগজানা ইউনিয়ন জামায়াতের বিশাল কর্মী সমাবেশ অনুষ্ঠিত  হিলিতে ইসলামি ব্যাংক উপ-শাখার গ্রাহক সেবা মাস অনুষ্ঠিত রাজশাহী কলেজের নতুন অধ্যক্ষকে ঢুকতে দিবেন না শিক্ষার্থীরা  জ্ঞান হারানোয় খোয়া গেল ব্যবসায়ীর ৯লক্ষ টাকা! রাজশাহীতে মারপিট করে প্রবাসির বাড়ি দখল হামলা লুট-ভাঙচুরের অভিযোগ ব্যাটারি চালিত টলি নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু  ফুলবাড়ীতে কমেছে কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুনের দাম

চাটমোহরে ধানের ফলনে হাসি, শ্রমিক সঙ্কট চরমে

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : 
  • মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৬ বার পঠিত
চাটমোহরে ধানের ফলনে হাসি, শ্রমিক সঙ্কট চরমে
print news

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহরে পুরোদমে চলছে বোরো ধান কাটা। ভালো ফলন ও দাম পাওয়ায় ও নির্বিঘ্নে ফসল ঘরে তুলতে পারায় চাষিদের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তির হাসি। তবে, ধানকাটা শ্রমিক সঙ্কটে পাকা ধান ঘরে তুলতে বিলম্ব ও শ্রমিকের মজুরি বৃদ্ধি পাওয়ায় বাড়ছে কৃষকের উৎপাদন খরচ।

চাটমোহর কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯ হাজার ৬শ’ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ৫০ হেক্টর বেশি জমিতে বোরোর আবাদ হয়েছে। চাটমোহরে সাধারণত হাইব্রিড এসএল ৮, হীরা, সুরভী ওয়ান, উফশী ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, ব্রি-ধান ৫৮, ব্রি-ধান ৮১, ব্রি-ধান ৮৪, ব্রি-ধান ৯২, ব্রি-ধান ৯৬ ও ব্রি-ধান ১০০ জাতের ধান চাষ হয়ে থাকে।

উপজেলার নিমাইচড়া গ্রামের কৃষক রুহুল আমীন পলাশ জানান, বিঘাপ্রতি ২০ থেকে ২২ মণ হারে ধানের ফলন পাচ্ছেন তারা। এছাড়াও দুই-তিন হাজার টাকার খড় পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে এক হাজার ৫০ টাকা থেকে এক হাজার ১২০ টাকায়।

কৃষক বিঘাপ্রতি ১০ হাজারের মতো লাভ পাচ্ছেন। গ্রামের অপর কৃষক জিল্লুর রহমান বলেন, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে পাকা ধান মাটিতে নুয়ে পড়েছে। এক বিঘা জমির ধান কাটতে শ্রমিক খরচ পড়ছে প্রায় ছয় হাজার টাকা। শ্রমিক সঙ্কটের কারণে অনেকের পাকা ধান জমিতেই পড়ে আছে।

উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ জানান, এখন পর্যন্ত ৫৮ শতাংশ জমির বোরো ধানকাটা শেষ হয়েছে। হেক্টর-প্রতি গড় ফলন পাওয়া যাচ্ছে ছয় দশমিক পাঁচ মেট্রিক টন। ভালো দাম পাওয়ায় কৃষকও লাভবান হচ্ছেন।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews