কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারীতে প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ উৎসব-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার থানাহাট ১নং ও ২নং সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রাথমিক পর্যায়ের ও থানাহাট এ. ইউ. পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে মাঠে মাধ্যমিক পযায়ের শিক্ষার্থীদের হাতে সরকার প্রদত্ত নতুন বছরের নতুন বই তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রুকুনুজ্জামান শাহীন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মিনহাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান আজাদ জামান, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আছমা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবু ছালেহ্ সরকার, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোঃ জাহেদুল ইসলাম, থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তৈয়ব আলী প্রমুখ।
উপজেলায় ২০২৪ সালে প্রাথমিক পর্যায়ে ৯৩টি প্রাথমিক বিদ্যালয়ের ১৯ হাজার ৯৫০জন শিক্ষার্থীর মাঝে ৭৮হাজার ৫৯০ সেট বই বিতরণ করা হয়। অপরদিকে ১৯টি মাধ্যমিক বিদ্যালয়, ১২টি মাদ্রাসা ও ২২টি এবতেদায়ী মাদ্রাসা মিলে মোট ৫৩টি প্রতিষ্ঠানের ২লাখ ২২হাজার ৯৩৭খানা বইয়ের চাহিদার স্থলে ২ লাখ ২২ হাজার নতুন বই বিতরণ করা হয়।