মোঃমোয়ান্নাফ হোসেন শিমুল জয়পুরহাট প্রতিনিধিঃ-বিআরইবি-পিবিএস একীভূতকরণ ও অভিন্ন চাকুরী বিধি প্রণয়নসহ বিভিন্ন দাবিতে সারাদেশের ন্যায় জয়পুরহাটে মানববন্ধন করেছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা। সোমবার বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো: সাইদুর রহমান, মো: হামিদুল হক, জুনিয়র ইঞ্জিনিয়ার মো: এন্তাজুল ইসলাম, লাইনম্যান জাকির হোসেন, মিটার রিডার সাদেকুল ইসলাম, লালন
হোসেন, বিলিং সহকারী জোবায়দা খানমসহ সকল কর্মকর্তা কর্মচারীরা।
দাবি মানা না হলে বক্তারা আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন।
পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়।