মোঃ সিফাত রানা ঃ-
১। র্যাব প্রতিষ্ঠার সময় থেকেই দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে । জঙ্গি, সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ভেজাল পণ্য, ছিনতাইকারী, প্রতারক, হত্যা এবং ধর্ষণ মামলার আসামীসহ সকল অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
২। এরই ধারাবাহিকতায় ৩০ জুন ২০২৪ তারিখ চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে র্যাবের উপস্থিতি টের পেয়ে পলাতক আসামী ১। মোঃ সেলিম (৩৫), পিতা-মৃত আবু সাইদ, সাং-রশিদপুর সাতআনা, ২। মোঃ শফিউল ইসলাম (৩৩), পিতা-মোঃ কাইম উদ্দিন, সাং-বেড়াখাই, উভয়ের থানা-পাঁচবিবি, জেলা-জয়পুরহাট পূর্বেই কৌশলে আত্নগোপন করে।
৩। চোরাচালান সংক্রান্ত গোপন তথ্যের ভিত্তিতে র্যাবের আভিযানিক দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানাধীন রশিদপুর সাতআনা এলাকায় অভিযান পরিচালনাকালীন সময়ে রশিদপুর সাতআনা গ্রামস্থ জনৈক মোঃ সেলিম এর বসত বাড়ীতে উপস্থিত হলে বসত বাড়ীর মালিক সেলিম র্যাবের উপস্থিতি টের পেয়ে পূর্বেই কৌশলে আত্মগোপন করে। নিরপেক্ষ সাক্ষীসহ স্থানীয় লোকজনদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক আসামী সেলিম ও শফিউল পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ আসামী সেলিমের বসত বাড়ির কক্ষে জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক সিরাপ কালোবাজারির মাধ্যমে চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদ ও সংরক্ষন করে নিয়মিত পার্শ্ববর্তী দেশে পাচার করে আসছে।
৪। এমন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে র্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল উক্ত ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। ৩০-০৬-২০২৪ ইং তারিখে গোপন সংবাদের ভিত্তিতে জনৈক মোঃ সেলিম এর বসত বাড়ীর উত্তর দুয়ারী কক্ষ তল্লাশী করে খাকী রংয়ের বড় কাগজের কার্টুন বক্স এ ছোট-বড় জিনসা ও আল্ট্রা টাচ নামক যৌন উত্তেজক ১৫,৫৫১ বোতল সিরাপ উদ্ধার করা হয়, যার সর্বমোট মূল্য-১২,৫২,৭৩৫/- টাকা।
৫। কালোবাজারি সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের ধরতে র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে।
৬। উদ্ধারকৃত আলামত জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় জমা করতঃ একটি মামলা রুজু করা হয়েছে।