দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটে ২ কেজি ২’শ গ্রাম গাঁজাসহ স্বামী-স্ত্রী ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের সদস্যরা।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাটের ১টি চৌকস আভিযানিক দল ২৮ মার্চ বৃহস্পতিবার দুপুর ২ টায় জয়পুরহাট জেলার সদর থানার ভাদসা এলাকায় অভিযান চালিয়ে ২.২ কেজি গাঁজাসহ উক্ত ভাদসা গুচ্ছ গ্রামের মোঃ বাচ্চু মণ্ডলের পুত্র মাদক ব্যবসায়ী আলতাফ হোসেন (৪০) ও তার স্ত্রী মোছাঃ জেসমিন বেগম (৩০) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী আলতাফ ১জন চিহ্নিত মাদক কারবারী। সে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে জেসমিনের মাধ্যমে জয়পুরহাটের বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী বিক্রি করতো। এমন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব তাদের গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।এ ব্যাপারে জেলা সদর থানয় আসামিদের সোপর্দপূর্বক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে।