1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ ৮ এ স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি » Daily Bogra Times
Logo মঙ্গলবার, ২২ অক্টোবর ২০২৪, ০৭:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিচ্ছেদের পথে হাঁটছেন সৃজিত-মিথিলা, সঙ্গী এখন সাপ বঙ্গভবনের বিলাসিতা ছেড়ে নিজের পথ দেখুন : রাষ্ট্রপতিকে হাসনাত রাষ্ট্রায়ত্ত ১০ ব্যাংকে নতুন এমডি নিয়োগ শেখ হাসিনার পদত্যাগ ইস্যু ‘মীমাংসিত’ : রাষ্ট্রপতির সরগম সংগীত একাডেমী’র ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপণ পাঁচবিবিতে বিএনপি’র পকেট কমিটি বাতিলের দাবীতে সাবেক সভাপতির সংবাদ সম্মেলন রাণীনগরে একমঞ্চে দ্বারিয়ে ভোট চাইলেন বিএনপির ১০জন প্রতিদ্ব›দ্বী প্রার্থী  কুড়িগ্রামে সাংবাদিকদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ফুলবাড়ীতে মানববন্ধন ফুলবাড়ীতে পরিবেশের উপর সংলাপ ও লিফলেট বিতরণ পাঁচবিবিতে ২৫ ঘন্টা পর নদীতে নিখোঁজ স্বাধীনের লাশ উদ্ধার  শেরপুরে চুরি যাওয়া অটোরিকসাসহ তিন চোর গ্রেপ্তার প্রাকৃতিক ও সামুদ্রিক সম্পদের সঠিক ব্যবহারে দেশ আর গরিব থাকবে না তাইজুলের ৫ উইকেটের পরও প্রথম দিন দ. আফ্রিকার রাষ্ট্রপতি সাহাবুদ্দিন কোথায় থাকবেন, নির্ধারণ করবে ছাত্রসমাজ : সারজিস পাঁচবিবিতে বাদীপক্ষ স্বামী-স্ত্রীকে পিটিয়ে আহত করলো আসামীরা

জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ ৮ এ স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি

স্পোর্টস ডেস্কঃ-
  • সোমবার, ১ জুলাই, ২০২৪
জর্জিয়াকে বিধ্বস্ত করে শেষ ৮ এ স্পেন, প্রতিপক্ষ স্বাগতিক জার্মানি
print news

নিজেদের শক্তিমত্তার পরিচয় আরেবার দিল স্পেন। সেইসঙ্গে স্বাগতিক জার্মানিকে কঠিন বার্তাও দিয়ে রাখল লা ফুরিয়া রোজারা। শেষ ষোলোর ম্যাচে টুর্নামেন্টের চমক জর্জিয়াকে ৪-১ গোলে বিধ্বস্ত করে শেষ আটে উঠেছে তিনবারের চ্যাম্পিয়রা। 

রবিন নরম্যান্ডের আত্মঘাতী গোলে জর্জিয়া এগিয়ে যাওয়ার পর আরেকটি অঘটনের শঙ্কা ঘিরে ধরেছিল স্পেনকে। কিন্তু নিজেদের শক্তিমত্তা দেখিয়ে জর্জিয়াকে গোলবন্যায় ভাসিয়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। শেষ আটে মুখরোচক এক লড়াই দেখতে পাবেন ফুটবল প্রেমিরা। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে স্বাগতিক জার্মানির মুখোমুখি হবে স্পেন। 

ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়েছে স্পেন। কিন্তু খেলার ধারার বিপরীতে ১৮ মিনিটে দারুণ এক প্রতি আক্রমণে ওঠে জর্জিয়া। বক্সের ভেতর আসা বল লাফিয়ে উঠলে নিয়ন্ত্রণে নিতে পারেননি স্পেন ডিফেন্ডার নরম্যান্ড। তার বুকে লেগে বল নিজেদের জালেই জড়িয়ে যায়। তবে ভড়কে যায়নি স্প্যানিশরা। মাথা ঠান্ডা রেখে খেলার ফল আসে ৩৯ মিনিটে।

দারুণ এক শটে বক্সের বাইরে থেকে গোল করেন রদ্রি। এই মিডফিল্ডারের গোলেই সমতা ফেরে ম্যাচে। দ্বিতীয়ার্ধ জুড়ে কেবলই স্পেনের দাপট।  ৫১ মিনিটে লামিন ইয়ামালের ক্রস থেকে দলকে এগিয়ে দেন ফ্যাবিয়ান রুইজ। এরপর আরও আক্রমণ করতে থাকে লা রোজারা। ৭৫ মিনিটে একক প্রচেষ্টায় দারুণ এক গোল করেন নিকো উইলিয়ামস। তখনই স্পেনের শেষ আট বলতে গেলে নিশ্চিত হয়ে যায়। 

জর্জিয়ার কফিনে শেষ পেরেক ঠুকে দেন দানি ওলমো। বক্সের বাইরে থেকে বাম পায়ের দারুণ ফিনিশে ব্যবধান আরও বাড়ান এই ফরোয়ার্ড। স্পেন ম্যাচে গোল পেতে পারত আরও। লামিন ইয়ামাল সুযোগ মিস করেছেন বেশ কয়টি, জর্জিয়ার গোলরক্ষকও দুর্দান্ত কয়েকটি সেইভ করেছেন। 

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
DMCA.com Protection Status
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews