মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি (দিনাজপুর) প্রতিবেদক:
দিনাজপুরের হাকিমপুর হিলিতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে ইউএনও অমিত রায়ের সভাপতিত্বে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক একাডেমি শিক্ষা অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের অফিস সহকারী আশরাফুল ইসলাম ও হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি, জাহিদুল ইসলাম জাহিদসহ উপজেলার বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।