1. dailybogratimes@gmail.com : dailybogratimes. :
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন » Daily Bogra Times
Logo সোমবার, ০৪ নভেম্বর ২০২৪, ০৮:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
অবৈধভাবে বালু উত্তোলনে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা উল্লাপাড়ায় ১ কেজি আলু বীজ ৬০ টাকা, বেশী চাহিদা ‘রোমানা’র বগুড়ায় তিন ইউপি চেয়ারম্যানসহ সাত আ’লীগ নেতা গ্রেপ্তার আদমদীঘিতে চোরচক্রের ৩ সদস্যসহ ছিনতাইকারী অটো উদ্ধার মহাদেবপুরে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ গ্রেফতার চলনবিলে পরিবেশ রক্ষায় উদ্যমী সেচ্ছাসেবী যুবকরা গান বাংলার তাপসের ৭ দিনের রিমান্ড আবেদন ঢাকা বিশ্ববিদ্যালয়েঢাবিতে ভর্তি আবেদন শুরু ফুলবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ রোধে পৌরসভায় মশা নিধন কার্যক্রম ৭০ পূর্তি উপলক্ষে পর্দায় আবার ফিরছে গডজিলা ট্রাম্প জিতলে ক্যামন হবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের পূর্ণ সূচি অবশ্যই পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্ত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা কলরেট কমানো ও মেয়াদবিহীন ইন্টারনেট চালুর আহ্বান উপদেষ্টা নাহিদের কবিতা- বরেন্দ্র ভূমি : বাবুল চন্দ্র সূত্রধর

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন

নিউজ ডেস্কঃ-
  • বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
print news

ছাত্র-জনতার মিছিলে হামলার অভিযোগে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে ফ্যাসিবাদবিরোধী ছাত্র, শ্রমিক ও জনতার ব্যানারে একদল লোক একটি মিছিল নিয়ে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যায়। সেখানে ইটপাটকেল নিক্ষেপ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। পরে আগুন দেওয়া হয়।

২ পক্ষই দাবি করেছে, তাদের ওপর আগে হামলা হয়েছে।

এদিকে, ছাত্র অধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক হারুন রশিদ বলেন, সন্ধ্যা ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে আমরা বৈষম্যবিরোধী ছাত্র জনতাকে নিয়ে মিছিল শুরু করি। বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিল শেষ হওয়ার কথা। তবে মিছিলটি জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতরের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে উপর্যুপরি আক্রমণ করা হয়। আমাদের প্রায় ২০ জন আহত হয়েছেন।

অন্যদিকে, জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক রাত ৮টার দিকে গণমাধ্যমকে বলেন, তারা আগামী শনিবার কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করতে পুলিশের কাছে অনুমতি চেয়েছেন। জাতীয় পার্টির নেতাকর্মীরা কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন। সন্ধ্যার পরে শাহবাগ থেকে একটি মশাল নিয়ে একদল লোক কার্যালয়ে হামলা করে।

মুজিবুল হক বলেন, কর্মীদের প্রতিরোধে হামলাকারীরা মার খেয়ে পালিয়ে যায়। আধা ঘণ্টা পর সংঘবদ্ধ হয়ে ফিরে এসে তারা কার্যালয়ে আগুন দেয়।

তিনি আরো বলেন, আগুন নেভাতে ফায়ার সার্ভিস এসেছিল। তাদের আগুন নেভাতে দেওয়া হয়নি।

মুজিবুল হক বলেন, এভাবে যদি একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা হয়, তাহলে দেশে কীসের গণতন্ত্র, কীসের রাজনীতি।

এ বিষয়ে গণঅধিকার পরিষদের (নুরুল হক নূরের দল) নেতা হাসান আল মামুন বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় দফতরে যুবলীগ ও ছাত্রলীগকর্মীদের আগে থেকেই অবস্থান ছিল। মিছিলটি আসার সঙ্গে সঙ্গে তারা ইটপাটকেল নিক্ষেপ করে। লাঠিসোঁটা নিয়ে হামলা করে। তাদের সঙ্গে যোগ দেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। পরে বিক্ষুব্ধ ছাত্রজনতা এক হয়ে প্রতিরোধ গড়ে তোলেন।

অন্যদিকে আগুন নেভাতে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এলে ছাত্রদের বাধার মুখে ফিরে যেতে বাধ্য হয়। এ সময় ছাত্ররা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কয়েক মিনিট পরে পুলিশের সহায়তায় আগুন নেভানোর জন্য প্রবেশ করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সেখানে ৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

AH/ Daily Bogra Times

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews