মোঃ আল আমিন জয়পুরহাট প্রতিনিধি -আজ সকাল ১১.০০ টায় অত্র স্কুলের নতুন হলরুমে এক আনন্দঘন ও শান্তিপূর্ণ পরিবেশে ২য় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ, অভিবাবক মা সমাবেশ ও মেধাবী ছাত্র ছাত্রীদের হাতে পুরুস্কার তুলে দেওয়া হয়েছে।
জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত অভিভাবক ও ছাত্র/ছাত্রীদে উদ্যেশে দিকনির্দেশনা মূলক বক্তব্য পেশ করেন অত্র জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের পরিচালক মোঃ আবু সুফিয়ান (মুক্তার)
এছারাও বক্তব্য রাখেন জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের সহকারী শিক্ষিকা মোছাঃ খাদিজা আক্তার।
অভিভাবক মায়েদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন,প্লে-গ্রুপ এর মেধাবী ছাত্রী জয়া মুরমু জুই এর মা শেফালী হাঁজদা,প্রে-গ্রুপ এর মেধাবী ছাত্র কর্ণের মা রিতা রানী ও নার্সারী ক্লাশের মেধাবী ছাত্রী মোছাঃ সাফরিন আল ফিহার মা মোছাঃ সুমি আক্তার প্রমুখ।
আলোচনা শেষে অত্র প্রতিষ্ঠানের পরিচালক ও সভাপতি প্রতিটি ক্লাসের পরীক্ষায় ভাল ফলাফলকারী মেধাবী ছাত্র/ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।
তিনি বলেন ছোট শিশুদের জন্য মায়ের বুকের দুধের যেমন তুলনা নেই এজন্য জ্ঞান অর্জনের ক্ষেত্রে শিক্ষার কোন বিকল্প নেই।
সুতরাং আমি আশা করব, তোমরা আরো ভালো ভাবে অধিক সময় ধরে পড়াশোনা করবে এবং অদূর ভবিষ্যতে ভাল রেজাল্ট করার মাধ্যমে তোমাদের পিতা-মাতা ও আমাদের জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলের সুনাম বয়ে আনবে।
তিনি অভিভাবক মায়েদের উদ্যোশে বলেন,একজন সন্তানকে আদর্শ সন্তান হিসাবে পরিণত করার ক্ষেত্রে মায়েদের ভূমিকা সবচেয়ে বেশি।
তিনি বলেন, মা শিক্ষিত হোক বা না হোক পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক মা-ই, তাই সকল মায়েদের নিজ নিজ বাড়িতে একটি করে বিদ্যালয়ের ভুমিকা পালন করার উদাত্ত আহবান জানান।
তিনি উপস্থিত সকলকে উদ্দেশ্য করে বলেন আগামী দিনে আমরা জীম পাবলিক প্রি-ক্যাডেট স্কুলটিকে অত্র এলাকার মধ্যে একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিণত করতে চাই। এ ব্যাপারে তিনি সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন অনুষ্ঠানের সমাপ্ত ঘোষনা করেন।