পঞ্চম ম্যাচের আগে সিরিজের অবস্থানটা এমন—বাংলাদেশ ৪, জিম্বাবুয়ে ০। এরপরও বাংলাদেশ যেন ঠিক তৃপ্তিতে নেই। চারটি ম্যাচ জিতলেও খেলার ধরনের এক ধরনের খচখচানি থেকেই গেছে। সিরিজের শেষ ম্যাচটি আজ।
সকাল ১০টায় শুরু হচ্ছে ম্যাচ, টি-টোয়েন্টি ম্যাচের জন্য যেটি ঠিক নিয়মিতঘটনা নয় বাংলাদেশে। যুক্তরাষ্ট্রে হতে যাওয়া বিশ্বকাপে দিনে ম্যাচ আছে, সেটির কথা ভেবেই এমন সূচি।
টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক সিকান্দার রাজা। এমন উইকেটে বাংলাদেশকে আগে চাপে ফেলার আশা তাদের।
উইকেটে দেখে ভালো মনে হচ্ছে নাজমুলের, তাতে আগে ব্যাটিং করতে তাই আপত্তি নেই তার।
দলে ফিরেছেন মাহমুদউল্লাহ, মেহেদী হাসান ও মোহাম্মদ সাইফউদ্দিন। তাদের জায়গা করে দিয়েছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও তানভির ইসলাম। জিম্বাবুয়ে দলে একটিই পরিবর্তন। রিচার্ড এনগারাভার জায়গায় ফিরেছেন শন উইলিয়ামস।
বাংলাদেশ একাদশ
নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান, জাকের আলী (উইকেটকিপার), মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ
তাদিওয়ানাশে মারুমানি, ব্রায়ান বেনেট, সিকান্দার রাজা (অধিনায়ক), ক্লাইভ মাদান্দে (উইকেটকিপার), জোনাথন ক্যাম্পবেল, রায়ান বার্ল, লুক জঙ্গুয়ে, ফারাজ আকরাম, ওয়েলিংটন মাসাকাদজা ও ব্লেসিং মুজারাবানি।