তরুণ প্রজন্ম মনে করছি যে একটি ক্রিমিনাল গ্যাং আর বিএনপি’র মধ্যে পার্থক্য নেই – কুড়িগ্রামে বাংলাদেশ ছাত্রলীগ সভাপতি-সাদ্দাম হোসেন
কুড়িগ্রাম প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ ৭ জানুয়ারির নির্বাচনকে ঘিরে যুগপৎ লড়াই করছে। এটি শুধু নৌকাকে বিজয়ী করার লড়াই নয়, এটি যেমন স্মার্ট বাংলাদেশকে তরুণ প্রজন্মেও স্বপ্নকে নিরাপদ করার বিষয়। একই সাথে আমরা এটিকে একটি গণতান্ত্রিক দৃষ্টিকোন থেকে দেখি। সেটি হচ্ছে গণতান্ত্রিক ধারাবাহিকতা থাকবে, সাংবিধানিক ধারাবাহিকতা থাকবে। আমরা দেশব্যাপী সেটি করার চেষ্টা করছি। প্রত্যেকটি ক্ষেত্রে আমরা কমিটি গঠন করেছি। এর একমাত্র উদ্দিশ্য শুধু দলীয় প্রার্থীকে বিজয়ী করা নয়, আমরা চাই বাংলাদেশের মানুষ তার ভোট দানের অধিকার সম্পর্কে সচেতন হোক।
তিনি আরো বলেন বাংলাদেশের মানুষ যেমন নিবিরভাবে আওয়ামীলীগকে সমর্থন করে, শেখ হাসিনার সাথে আত্মিক বন্ধনে আবদ্ধ। সেই সাথে যারা বাংলাদেশে মানুষ মারার রাজনীতি কায়েম করতে চায়, বিদেশি দুতদের দালালী করার রাজনীতি বাংলাদেশে কায়েম করতে চায়, জনগণের সার্বভৌমত্ব বিকিয়ে দেয়ার রাজনীতি যারা করতে চায় তাদেরকে ইতিমধ্যেই জনগণ লাল কার্ড দেখিয়েছে, ৭ জানুয়ারি টা টা বাই বাই দিবে।
তিনি বলেন বাংলাদেশের মানুষের মধ্যে ভোট নিয়ে প্রচন্ড আগ্রহ রয়েছে। এই ভোট উৎসব বাংলাদেশের অন্যতম উৎসবে পরিনত হচ্ছে। সময়ের প্রয়োজনে রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামের মাধ্যমে আসে। বিএনপি’র মত একটি রক্ষণশীল, প্রাচীনধর্মী এবং যারা জনগণের শক্তিতে বলিয়ান নয়। এ সব রাজনৈতিক দলগুলো অপ্রাসাঙ্গিক হয়ে উঠছে। আমরা তরুণ প্রজন্ম মনে করছি যে একটি ক্রিমিনাল গ্যাং আর বিএনপি’র মধ্যে পার্থক্য নেই।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি শনিবার রাত সাড়ে ১০ টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন। এসময় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সভাপতি রাজু আহমেদ ও সাধারণ সম্পাদ সাদ্দাম হোসেনসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে উলিপুর ও চিলমারীতে নিবাচনী জনসভায় যোগদেন।