বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার উদ্যোগে বুধবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বিরামপুর আদর্শ হাইস্কুলের হলরুমে এক বিশাল দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর দক্ষিণ সাংগঠনিক জেলা শাখার আমীর আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা নায়েবে আমীর মুহাদ্দিস ডক্টর এনামুল হক, জেলা সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, জেলা সহকারী সেক্রেটারি হাফিজুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কাসেম, জেলা ইউনিট সদস্য ও সাবেক নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান নুরে আলম সিদ্দিকী, মাওলানা আমজাদ হোসাইন, বিরামপুর উপজেলা আমীর অধ্যাপক মকছেদ আলী, হাকিমপুর উপজেলা আমীর মাওলানা আমিনুল ইসলাম ও বিরামপুর পৌরসভা আমীর সাখাওয়াত হোসেন প্রমূখ।
প্রধান অতিথি বলেন, আল্লাহর জমীনে তাঁর দীন কায়িমের জন্য জামায়াতে ইসলামীর সর্বস্তরের নেতা- কর্মীদের আত্মমানবতার সেবায় যথাযথ ভূমিকা রাখতে হবে। আসন্ন দূর্গা পূজা উপলক্ষে অমুসলিমদের জান-মাল ও সার্বিক নিরাপত্তার জন্য পাহারাদারীর ভূমিকা রাখতে জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের দায়িত্বশীলদের নির্দেশনা দেয়া হয়।
দায়িত্বশীল সমাবেশে জেলা কর্মপরিষদ সদস্য, জেলা ইউনিট সদস্য, উপজেলা আমীর, উপজেলা কর্মপরিষদ সদস্যবৃন্দ, পৌরসভা ও ইউনিয়ন কর্মপরিষদ এবং টীম সদস্যবৃন্দ সহ ২ শতাধিক দায়িত্বশীল উপস্থিত ছিলেন।