মোঃ সাকিবুল ইসলাম স্বাধীন, রাজশাহী: দিল্লির কোনো গোলামকে বাংলাদেশের জনগণের ওপর রাজত্ব করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
ভারতকে উদ্দেশ্য করে রিজভী বলেছেন, যারা শেখ হাসিনা কে আশ্রয় দিচ্ছেন তারা যদি তার কথা শুনে বাংলাদেশের অভ্যন্তরে কিছু করতে যান, অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করেন তাহলে আখেরে ভালো হবে না। এটা নেপালও না ভুটানও না এটা বাংলাদেশ এটা বীর জাতি।
রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী নগরীর ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশার সভাপতিত্বে ও সদস্যসচিব মামুন-অর-রশীদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী এ হুঁশিয়ারি দেন।
ভারতের উদ্দেশে আরও বলেন, ‘শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছেন ভালো কথা। তবে আশ্রয় দিয়ে তার কথামতো বাংলাদেশের অভ্যন্তরে অস্থিতিশীল কিছু করতে চাইলে আখের ভালো হবে না। অন্য কোনো দেশ থেকে প্রেসকিপশন দিয়ে ক্ষমতায় রাখা যাবে না। শেখ হাসিনাকে টিকে রাখতে যেসব আমলা, ডিসি, সচিবরা চেষ্টা করেছিলেন তারা তো নিশ্চয়ই আছেন। তারা কাজ করছেন। বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। তারা সংস্কারের কথা বলছেন। এসব প্রেতাত্মারা যদি থেকে থাকেন তবে যে সংস্কারের কথা বলছেন সেটি বাস্তবায়ন হবে না।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনার আমলে কীসের উন্নয়ন হয়েছে? তার আমলে ১৮ লাখ ৩৫ হাজার কোটি লোন করা হয়েছে। ১৭ লাখ ৩৭ হাজার কোটি টাকা পাচার করেছেন। এটা কীসের উন্নয়ন! তিনি তার লোকজনদের বিদেশে কালো টাকা পাচার করতে দিয়েছেন। শেখ হাসিনার মদতে লুট করার সুযোগ দেওয়া হয়েছিল।’
রিজভী বলেন, ইউনূস সরকার অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও অস্ত্র উদ্ধার করতে পারেনি। এগুলো এখনো যুবলীগ ছাত্রলীগের কাছে আছে। এই অস্ত্র উদ্ধার করতে হবে। না হলে আবার অস্থিতিশীলতা তৈরি হবে।
সমাবেশের শেষে তিনি শহীদ পরিবার ও আহতদের মাঝে তারেক রহমানের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দেন।