1. editor@dailybogratimes.com : dailybogratimes. :
দুর্যোগ ক্ষতিগ্রস্তদের ১৩৪ মিলিয়ন ডলার দেবে জাতিসংঘ » Daily Bogra Times বগুড়া টাইমস
Logo শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০৮:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় মাদক ব্যবসা ও অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন পুলিশ সাব-ইন্সপেক্টর (এসআই) পদে নিয়োগ বিজ্ঞপ্তি ইসরায়েলের প্রশ্নে ইরান ‘দ্বিধা’ করবে না : খামেনি ভিজিডি কার্ডের ১৮ মাস চাল না দেওয়ার অভিযোগ ভাঙচুর অগ্নিসংযোগের মামলায় গংগাচড়া বেতগাড়ি ইউপি চেয়ারম্যান গ্রেফতার বাংলাদেশ স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সোনাহাট স্থলবন্দর শাখা অফিস উদ্বোধন  শেখ হাসিনার কীভাবে প্রায় অসম্ভব প্রত্যাবর্তন ঘটতে পারে : টাইম ম্যাগাজিন বেনাপোলে রাসূল সা: এর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত  আদমদীঘিতে নাশকতা মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার মহানবী (সা:) সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে আদমদীঘিতে বিক্ষোভ সমাবেশ ইসলামিক ফাউণ্ডেশনের নামে বসে বেতন নিচ্ছেন শিক্ষক, নেই কোন নজরদারি  আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে দুইটি হুইল চেয়ার উপহার  উন্মুক্ত বিশ্ববিদ্যালয়কে গণমানুষের বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে-উপাচার্য ওবায়দুল ইসলাম পাঠ্যপুস্তক সমন্বয় কমিটি বাতিল ইস্যুতে ১৫১ আলেমের বিবৃতি শেরপুরে পাহাড়ি ঢলে শতাধিক গ্রাম প্লাবিত

দুর্যোগ ক্ষতিগ্রস্তদের ১৩৪ মিলিয়ন ডলার দেবে জাতিসংঘ

নিউজ ডেস্কঃ-
  • সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১ বার পঠিত
দুর্যোগ ক্ষতিগ্রস্তদের ১৩৪ মিলিয়ন ডলার দেবে জাতিসংঘ
print news

বাংলাদেশে চলমান এবং ক্রমবর্ধমান ঘূর্ণিঝড় ও মৌসুমি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় জরুরি ত্রাণ-সহায়তা প্রদানের জন্য জাতিসংঘ এবং অংশীদাররা ১৩৪ মিলিয়ন মার্কিন ডলারের মানবিক আবেদন শুরু করেছে। ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ হিসেবে বিবেচনা করে এই পদক্ষেপ নেয়া হয়েছে

গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, এজন্য অবিলম্বে মনোযোগ দেয়া প্রয়োজন। ২০২৪ সালের মে থেকে বাংলাদেশ ৪টি নজিরবিহীন এবং বিধ্বংসী জলবায়ু-সম্পর্কিত দুর্যোগে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে- ঘূর্ণিঝড় রেমাল, হাওর অঞ্চলে আকস্মিক বন্যা, যমুনা অববাহিকায় নদীগর্ভে বন্যা এবং পূর্বাঞ্চলে নজীরবিহীন বন্যা। এসব প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে বিপর্যন্ত হয়ে পড়েছে বাংলাদেশের ৪৫ শতাংশ এলাকা। যার কারণে ১৮.৪ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। তাদের জীবিকা ও অবকাঠামোর উল্লেখযোগ্য ক্ষতি করেছে।

এই মাল্টি-হ্যাজার্ড হিউম্যানিটারিয়ান রেসপন্স প্ল্যান (এইচআরপি) হচ্ছে- ২০২৫ সালের মার্চ পর্যন্ত মেয়াদের মধ্যে সবচেয়ে জরুরি প্রয়োজনে সাড়া দিতে সরকারের নেতৃত্বে একটি পরামর্শমূলক প্রক্রিয়ার অংশ। ২০২৪ সালের জুনে ঘূর্ণিঝড় রেমালের জন্য একটি মানবিক আবেদন প্রথম চালু করা হয়েছিল। এটি ছিল চারটি জরুরি অবস্থাকে মোকাবেলা করার জন্য প্রসারিত পরিকল্পনার তৃতীয় সংস্করণ। এইচআরপি’র লক্ষ্য বাংলাদেশের ২৮টি জেলাজুড়ে ২.৫ মিলিয়ন মানুষের কাছে পৌঁছানো। এইচআরপি অর্থায়নের মাত্র ২৮ শতাংশ পেলেও ১.৮ মিলিয়ন মানুষের কাছে সহায়তা পৌঁছে দেয়া সম্ভব হয়েছে।

সংশোধিত পরিকল্পনাটি সরকার, জাতিসংঘ এবং বেসরকারি অংশীদারদের প্রতিক্রিয়ার সমন্বয় চালিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদারিত্বের অংশ। একইসঙ্গে এটি অতীব প্রয়োজনীয় অতিরিক্ত তহবিল সংগ্রহের জন্য একটি সাধারণ প্ল্যাটফর্মও বটে।

মানবিক সমন্বয় টাস্ক টিমের (এইচসিটিটি) কো-চেয়ার, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইস এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মো. কামরুল হাসান পরিকল্পনাটি শুরু করেন। লুইস বলেন, দুর্যোগ বাংলাদেশে একটি মানবিক সংকট, কয়েক মাস ধরে পরপর একাধিক বিপর্যয় ঘটেছে। সরকার-মানবিক সম্প্রদায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য অক্লান্ত পরিশ্রম করছে। আমরা আমাদের উন্নয়ন সহযোগীদের এই মানবিক পরিকল্পনায় অংশগ্রহণকারী সংস্থাগুলোতে সরাসরি তহবিল দেয়ার জন্য এবং দুর্যোগে বিনিয়োগ অব্যাহত রাখার অনুরোধ করছি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব বলেন কামরুল হাসান বলেন, আমাদের অবশ্যই আজকের উদ্বোধনের বিষয়টি নিয়ে সরকার, জাতিসংঘ, বহুপাক্ষিক এবং এনজিও অংশীদারদের মাধ্যমে আমাদের সহযোগিতামূলক প্রচেষ্টা বজায় রাখতে হবে। বাংলাদেশে প্রভাব ফেলছে এমন দুর্যোগের মাত্রা এবং ফ্রিকোয়েন্সি তীব্রতর হচ্ছে। আমাদের অবশ্যই জলবায়ু সংকটের সম্মিলিত সমাধানের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং সমর্থনের জন্য প্রস্তুত থাকতে হবে। পরবর্তী কর্যক্রম হিসেবে আমাদের রেকর্ডের জন্য আমরা অত্যন্ত গর্বিত। এটি এমন একটি কার্যক্রম, যা আমাদের অবশ্যই শক্তিশালী করতে হবে এবং এই বিপর্যয়গুলো অনুসরণ করে ‘ভালোভাবে ফিরে আসার’ জন্য কাজ করতে হবে।

সংশোধিত এইচআরপি ক্ষতিগ্রস্ত জনসংখ্যার সবচেয়ে জরুরী চাহিদাগুলো পূরণ করবে, যার মধ্যে রয়েছে – শিশু সুরক্ষা এবং শিক্ষা, স্থানচ্যুতি ব্যবস্থাপনা, খাদ্য ও পুষ্টি পরিষেবা, খাদ্যের চাহিদা বজায় রাখার জন্য, প্রাথমিক স্বাস্থ্যসেবা পরিষেবা, এবং পানি সরবরাহ এবং ল্যাট্রিন পুন:নির্মাণ। এটি নারী, শিশু, ট্রান্সজেন্ডার ব্যক্তি, প্রতিবন্ধী ব্যক্তি এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের মতো দুর্বল গোষ্ঠীর সুরক্ষাকেও অগ্রাধিকার দেবে। এগুলো মানুষের জীবিকা রক্ষা এবং ক্ষতিগ্রস্থ মানুষের জন্য সহায়ক হবে।

এনাম হক / ডেইলি বগুড়া টাইমস

আরো খবর
dbt
© All rights reserved by Daily Bogra Times  © 2023
Theme Customized BY LatestNews