আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘির জ্যৈষ্ঠ সাংবাদিক ও শিক্ষক সামছুল আলম (৬০) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন ধরে ফুসফুস সংক্রমন রোগে আক্রান্ত ছিলেন।
সামছুল দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি, শিশুনিকেতন বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলার তালশন গ্রামের বাসিন্দা ছিলেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় উপজেলার শিশু নিকেতন বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
তাঁর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছেন স্থানিয় সংসদ সদস্য খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী বাঁধন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু রেজা খান, শিশুনিকেতন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বয়েজ উদ্দীন,
যমুনা টেলিভিশনের নওগাঁ প্রতিনিধি শফিক ছোটন, সাংবাদিক সাগর খান, ফিরোজ হোসেন, তরিকুল ইসলাম জেন্টু, নেহাল আহম্মেদ প্রান্ত প্রমুখ।