গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী ধামইরহাট ইউনিয়ন শাখার আয়োজনে ইসলামি সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ নভেম্বর) বিকেল চারটায় উপজেলার ধামইরহাট ইউনিয়নের জগদল আদিবাসী স্কুল এন্ড কলেজ মাঠে ধামইরহাট ইউনিয়ন শাখার আমির মাওলানা মো. ইউনুছার রহমানের সভাপতিত্বে সম্মেলনটির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক।
জেলা নায়েবে আমির ইঞ্জিনিয়ার মো. এনামুল হক বলেন, “বিগত সরকার জামায়াতকে জঙ্গিবাদের তকমা দিয়ে আমাদের কোন ক্ষতিই করতে পারেনি। বরং তারাই দেশ থেকে চলে গিয়েছে। গত ৫৩ বছর ধরে আপনারা অনেক জুলুম ও নির্যাতন সহ্য করেছেন। বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়তে আগামী চার বছরের জন্য আপনারা জামায়াতকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। এ কারণে আমরা আপনাদেরকে ইসলামের দাওয়াত দিতে এসেছি।”
তিনি আরও বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী মানব রচিত কোন আইন দ্বারা এ দেশ পরিচালনা করতে চায় না। জামায়াতে ইসলামী কোরআন ও সুন্নাহর নির্দেশনা অনুযায়ী আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েম করতে চায়।”
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার সহকারী সেক্রেটারি মারুফ আহম্মেদ, মাওলানা নাজমুল হক, বাংলাদেশ জামায়াতে ইসলামী জেলার কর্মপরিষদের সদস্য একেএম ফজলুর রহমান, ধামইরহাট উপজেলা শাখার নায়বে আমির মাওলানা মো. কামরুজ্জামান, ধামইরহাট উপজেলা শাখার নায়েবে আমির মাওলানা মো. আব্দুল আজিজ প্রমুখ।