গৌরব প্রসাদ সাহা, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:নওগাঁর ধামইরহাটে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো বেসরকারিভাবে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন আজাহার আলী (আনারস প্রতীক)। এবং ভাইস-চেয়ারম্যান পদে মাজেদুল ইসলাম (টিয়াপাখি প্রতীক) ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আনজুয়ারা বেগম (হাঁস প্রতীক) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে আজাহার আলী (আনারস প্রতীক) ৪৬৮৫৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ওসমান আলী (ঘোড়া প্রতীক) পেয়েছেন ১২৭৬২ ভোট। অপর প্রার্থী আ.ন.ম. আফজাল হোসেন (কাপ-পিরিচ প্রতীক) পেয়েছেন ১২৪৫১ ভোট।
বুধবার (৮ মে) রাত এগারোটায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসমা খাতুনের সভাপতিত্বে উপজেলা নির্বাহী অফিস ও সহকারী রিটার্নিং অফিসের আয়োজনে ভোটের ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আনিছার রহমান।
ভাইস চেয়ারম্যান পদে মাজেদুল ইসলাম (টিয়া পাখি প্রতীক) ৩৯৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস-চেয়ারম্যান সোহেল রানা (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ৩২০২৬ ভোট।
মহিলা ভাইস-চেয়ারম্যান পদে আনজুয়ারা বেগম (হাঁস প্রতীক) পেয়েছেন ৪৮৯২৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক মহিলা ভাইস-চেয়ারম্যান সাবিনা এক্কা (কলস প্রতীক) পেয়েছেন ২০১০৬ ভোট।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জেসমিন আক্তার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুল ইসলাম, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. ফরহাদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদারসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান।