আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: নওগাঁ মোট ৫০টি পরিবারের মাঝে (NEW CLOTH DISTRIBUTION PROGRAM ) প্রকল্পের আওতায় শীতের উষ্ণ কাপড় বিতরন করা হয়। মঙ্গলবার বিকেল ৩টার দিকে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
রানি’র প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদর উপজেলার পার-নওগাঁ হাজী পাড়ায় হতদরিদ্র ৫০ টি পরিবারের শিশুদের মাঝে আন্তর্জাতিক বে-সরকারী দাতা সংস্থা ” RANI “এর উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নির্বাহী পরিচালক মহিদুর রহমান, নিশান, মাধবী রাণী সভানেত্রী, আরুস মহিলা উন্নয়ন সমিতি, পাপ্পু কুমার, নির্বাহী পরিচালক, আরুস, জয় রবিদাস,গোপাল রবিদাস প্রমুখ।